পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ অধ্যায়। নবাব কর্তৃক কলিকাতা আক্রমণ—ড্রেক সাহেবের পলায়ন—অন্ধকূপ হত্য ও আক্রমণের পরিণাম—প্রাচীন কলিকাতার শোচনীয় অবস্থা–হলওয়েল কর্তৃক কলিকাতা রক্ষার চেষ্টা—লালদীঘির নিকট তোপমঞ্চ—রাণীমুদ গলির মুখে তোপমঞ্চ-ক্লাইভঘাট ষ্ট্রীটে কোম্পানীর সোরার গুদামের নিকট তোপমঞ্চ, পেরিন্স-পয়েণ্ট রক্ষার বন্দোবস্ত—মীরজাফরের সহিত পেরিন্স-পয়েন্টে ইংরাজ সেনার সংঘর্ষ—মীরজাফরের দমদমায় পলায়ন—-কলিকাতা আক্রমণের সময় কোম্পানীর কলিকাতার সম্পত্তির আনুমানিক মূল্য—ক্লাইভ ও ওয়াটসন কর্তৃক কলিকাতার পুনরুদ্ধার—পলাশী সমর—ক্লাইভের জয় ও সিরাজের অধঃপতন ও মৃত্যু—ক্লাইভ কর্তৃক মীরজাফরের মসনদে অভিষেক—মীরজাফরের কৃতজ্ঞতা —মীরজাফরের সিরাজ কর্তৃক কলিকাত লুণ্ঠনের ক্ষতিপূরণ—কলিকাত আক্রমণ সময়ে গোবিন্দরাম মিত্রের সাহস—দুর্দশাগ্রস্ত কলিকাতাবাসীদের প্রতি কোম্পানীর সদ্ব্যবহার—ক্ষতিপূরণ-কমিশন—গোবিন্দরাম মিত্র ও শোভারাম বসাক প্রভূতি এই কমিশনের প্রধান সদস্য—অন্যান্ত দেশীয় কমিশনারগণের নামের তালিকা—ঠাহীদের নষ্ট সম্পত্তির দাবীর পরিমাণ—কোম্পানীবাহাদুরের মঞ্জুরী টাকা–কমিশনের প্রধান কৰ্ম্মচারী গোবিন্দরাম মিত্র প্রভূতির অন্যায় দাবী, ক্ষতিপুরণপ্রার্থ কলিকতাবাসীদের নামের তালিকা—কোম্পানীর ২৪ পরগণার জমীদারী—নষাবের এই জমীদারী দান সম্বন্ধে পরোয়ানী--কলিকাতার ইংরাজের প্রথম টাকশাল স্থাপন—সিরাজ কর্তৃক কলিকাতা আক্রমণের পর ইহার শোচনীয় অবস্থা—এ সম্বন্ধে সমসাময়িক ব্যক্তিগণের বর্ণন—পলাশীযুদ্ধের পর কলিকতা সহরের অবস্থা–ব্ল্যাকহোলের স্মৃতি—কলিকাতার নাম আলিনগরে পরিবর্তন—১৭৫৭ খ্ৰী: অব্দে পলাশীযুদ্ধের পর ভয়ানক মড়ক ও দুর্ভিক্ষ— প্রাচীন কলিকাতায় মহাহুলস্থল—আইভ সের বর্ণনা-এই মড়কে পলাশীবিজয়ী এডমিরাল ওয়াটসনের অকাল-মৃত্যু—পাচ বৎসর পরে পুনরায় কলিকাতায় মহামারীর আবির্ভাব-পঞ্চাশ হাজার বাঙ্গালীর মৃত্যু—কলিকাতার রাজপথে মৃতদেহ–পনর শত সাহেবের মৃত্যু—সেন্টজন গির্জার সমাধি-ভূমিতে স্থানাভাব, এই ভীষণ মড়কের কারণ সমূহ–কলিকাতার এইরূপ অস্বাস্থ্যকর অবস্থার জন্য পদস্থ ইংরাজদিগের সহর ত্যাগ ও সহরের বাহিরে বাগান-বাটীতে বাস—লর্ড ক্লাইভ, ওয়ারেণ হেষ্টিংস--স্যর ফিলিপ ফ্রান্সিসের বাগানবাটী-উমিচাদের বাগানবাটী—হাতিবাগান নাম হইবার কারণ---পলাশীযুদ্ধের দশবৎসর পরে কলিকাতার লোকের সামাজিক অবস্থা–গোবিন্দপুরে নূতন কেল্লা নিৰ্মাণ—অনেক পদস্থ বাঙ্গালীয় গোবিন্দপুর ত্যাগ করিয়া সহরের মধ্যে বসবাস–সেকালের কলিকাতার বাঙ্গালী বড়লোক—চৌরঙ্গী অঞ্চলের জঙ্গলময় অবস্থা— পথে ডাকাতের ভয়-সহরের প্রধান শোভা লালদীঘি—গ্রাওপ্রের লিখিত বিবরণ–পলাশীআমলের পরে কলিকাতার পথ-ঘাট সমূহের পরিচয়—সেকালের চাকরবাকর ও তাহাদের মাহিনীর হার—হু কাবরদার—সাহেবদের মধ্যে ছ’কায় ধুমপান প্রথা— রাইটার বা পুরাকালের সিভিলিয়ানগণ—র্তাহাদের সন্ধদ্ধে কোম্পানীবাহাদুরের নানাবিধ কঠোর আদেশ–প\ন্ধী ব্যবহার নিষেধ ইত্যাদি ।--