পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ অধ্যায় । ৫৬৭ নবাব কলিকাতা আক্রমণ করিতে আসিতেছেন, এ সংবাদ পাইয়— ইংরাজের কলিকাতাকে সুরক্ষিত করিবার জন্ত, সহরে অস্থায়ীভাবে এক খাত খনন করেন । প্রয়োজন মতে কতকগুলি বাড়ীও ভাঙ্গিয়া ফেলা হয় । লালদীঘির ধীরেও এইভাবে অনেক নালনৰ্দমা বুজাইয়া ফেলা হয়। বর্তমান ওল্ডকোর্ট হাউস ষ্ট্রীটে, দুইটী তোপমঞ্চ বা ব্যাটারি নিৰ্ম্মিত হয়। আজকাল যেখানে ওয়েষ্টএণ্ড কোম্পানীর ঘড়ির দোকান, নর্টন-বিলুডিং ও সেন্ট এও.গির্জা অবস্থিত—সেই স্থানে একটা তোপমঞ্চ নিৰ্ম্মিত হইয়াছিল। কোম্পানীর সোরার গুদামের নিকট, আর একটী তোপমঞ্চ নিৰ্ম্মিত হয়। আজকাল যাহা ক্লাইভ ষ্ট্রীট বলিয়া পরিচিত –এই স্থানের সান্নিধ্যেই এই তোপমঞ্চ নিৰ্ম্মিত হইয়াছিল। তৃতীয় তোপমঞ্চ, বর্তমান হেষ্টিংস, ট্রীট, কাউন্সিল-ছাউস ষ্ট্রীট ও গবর্ণমেণ্ট প্লেসের সন্ধিস্থলে স্থাপিত ছয় । এতদ্ব্যতীত বাগবাজারের “পেরিন্স-পয়েণ্ট” নামক স্থানট ও সুরক্ষিত করা হইয়াছিল । এই পেরিন্স-পয়েন্টেই নবাবের সেনাপতি ইতিহাস প্রসিদ্ধ, মীরজাফর চালিত নৰাবী-সেনাদলের সহিত ইংরাজদের সংঘর্ষ উপস্থিত হয় । শেষ মীরজাফর পরাজিত হইয়া দমদমার দিকে পলায়ন করেন। পিকার্ড নামক এক যুবক সৈনিকের রণকৌশলেই মীরজাফর দমদমায় পলাইতে বাধ্য হন । তৎপরে দীর্ঘব্যাপী যুদ্ধের পর নবাব সিরাজউদৌলা দুর্গাধিকার করেন । এ সমস্ত আখ্যান এখন সৰ্ব্বজন বিদিত। অনেকের মনে একটা ভ্রান্ত বিশ্বাস—যে নবাব কর্তৃক কলিকাতা আক্রমণের সময়, কলিকাতার প্রাচীন দুর্গ সমূলে ধ্বংস প্রাপ্ত হয়। এ ধারণা যে ভ্রান্ত ও অমূলক, তাহ নিম্নলিখিত ঘটনাটা হইতে প্রমাণ হয়। ১৭৫৭ খৃঃ অব্দের জানুয়ারি মাসে—কলিকাতা দুর্গের ইঞ্জিনীয়ার ও সরভেয়ার প্রভৃতি কৰ্ম্মচারীরা মিলিয়া, কর্তৃপক্ষীয়দের আদেশে কোম্পানীর অধিকৃত বাটগুলির একটা মূল্য নিৰ্দ্ধারণ তালিকা প্রস্তুত করিয়াছিলেন। তাহা হইতে প্রমাণ হয়— (১) দুর্গ ও তাহার মধ্যবর্তী গৃহগুলির মূল্য—১২••••২ (২) হাসপাতাল - - - - ۷ ه ۰۰ هد (৩) কোম্পানীর আস্তাবল সমূহ to s s 8 • ه ه ( s ) জেলখানা - - - - - - ۹۰ ۹ مه ( ৫ ) সোরার গুদাম ••• - e. e. ۹۰ - ۰ - ۸ (*) কাছারি বাটী t? я в 曹 拳 哆 ۔ه ه به د\