পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(గిరి কলিকাতা সেকালের ও একালের । র্তাহাদের নষ্ট | কোম্পানী কমিশনারগণের নাম । সম্পত্তির জন্ত | বাহাদুরের দাবীর পরিমাণ। । মঞ্জুর টাকা। ৬ নয়নটাদ মল্লিক ৪৩৯২২ " | &०२२९ ৭ দয়ারাম বসু , s ● > @ ご 37 هنر انته د لا ৮ নীলমণি মিত্র Rbr3Svరి " | ১০১১৩৮৩/৪ ৯ হরেকৃষ্ণ ঠাকুর 〉○"brbr لوهo || o attroه/و ১• দুর্গারাম দত্ত ټه ه د ?$ به خوبی ১১ রামসন্তোষ ७8»० | " ماده ده ১২ মহম্মদ সাদেক والا ۹ با o *N ১৩ অাইনুদ্দিন 来 来 来 পূৰ্ব্বোদ্ধত তালিকায়, কোম্পানী-বাহাদুরের নিযুক্ত তেরজন বাঙ্গালী কমিশনারের নাম ও নবাব কর্তৃক কলিকাতা লুণ্ঠনের জন্ত র্ত্যহাদের ক্ষতিপূরণের দাবীর পরিমাণ পাঠক জানিতে পারিয়াছেন। এই তেরজন কমিশনারের মধ্যে তিনজন মুসলমান ছিলেন । র্তাহীদের মধ্যে মহম্মদ সাদেকের দাবীর পরিমাণ ২৭১৬ টাকা । কিন্তু কোম্পানী বাহাদুর র্তাহাকে একটী মাত্র টাকা ক্ষতিপূরণ স্বরূপ দেন। ইহার কারণ আর কিছুই নহে—অনেকে লোভে পড়িয়া, আশার অতিরিক্ত দাবী করিয়া বসিয়াছিল। অপরন্তু এই তালিক হইতে প্রমাণ হয়—কোম্পানী বাহাদুর সকলেরই দাবী যথেষ্ট কমাইয়া দিয়াছিলেন । এই তালিকা হইতে দেখা যাইতেছে, শোভারাম বসাক সৰ্ব্বাপেক্ষা বেশী টাকা পান, আর গোবিন্দরাম মিত্র তাহার নিয়ে। এই তেরজন বাঙ্গালী কমিশনারের অমৃগৃহীত, কলিকাতার অন্তান্ত বাঙ্গালী অধিবাসিগণু, ক্ষতিপূরণ স্বরূপ কত টাকা পাইয়াছিলেন, পাঠকবর্গের কৌতুহল নিবৃত্তির জন্ত, আমরা তাহার আর একটা তালিকা পর পৃষ্ঠায় সংগ্ৰহ করিয়া দিলাম। পূৰ্ব্বোল্লিখিত তালিকায় যাহাদের नांभ আছে—নিশ্চয়ই তাহার সেকালের কলিকাতায় বিশেষ ক্ষমতাবান ছিলেন ও কোম্পানী-বাহাদুর র্তাহাদের যথেষ্ট বিশ্বাস করিতেন। কিন্তু এই ক্ষতিপূরণের টাক বাটিয়া দিবার সময় উল্লিখিত কমিশনারগণ র্ত্যহাদের আশ্রিতগণেরই পক্ষ সমর্থন করিয়াছিলেন ।