পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ - কলিকাতা সেকালের ও একালের । ধারণ করিয়া, মোগল রাজ-শক্তির বিরুদ্ধে দাড়াইয়াছিলেন, নিয়ে তাহঙ্গের তালিকা দিলাম। (১) যশোহরেশ্বর-প্রতাপাদিত্য । (২) বিক্রমপুরাধিপতি—চাদরায় ও কেদাররায় । (৩) চন্দ্রদ্বীপের কন্দৰ্পরায় ও রামচন্দ্র রায় । (৪) ভুলুয়ার—লক্ষণমাণিক্য । (৫) ভৃষণার—মুকুন রায় । (৬) সাতৈলের--রামকৃষ্ণ । (৭) চাদপ্রতাপের—র্চাদগাজি । (৮) ভাওয়ালের—ফজলগাজি । (৯) খিজিরপুরের—ঈশাখা মসনদী। (১•) তাহেরপুরের—কংশনারায়ণ । (১১) দিনাজপুরের—গণেশরায় । (১২) পুর্ণিয়ার-রাজ ( নাম অজানিত)। এই দ্বাদশজন ভৌমিকের মধ্যে, যশোরেশ্বর মহারাজ প্রতাপাদিত্য, * ও প্রপুর—বিক্রমপুরাধিপতি রাজা চাদরায় কেদাররায়কে দমন করিবার জন্য, মানসিংহকে বিশেষ কষ্ট পাইতে হইয়াছিল। এই জন্য প্রতাপাদিত ও কেদাররায় সম্বন্ধে আমরা একটু বিশদ বিবরণ প্রদান করিব। প্রতাপাদিত্য, সুন্দর-বনের অন্তবর্তী যশোর নগরীর অধীশ্বর। কি করিয়া প্রতাপাদিত্য যশোর-নগরে স্বাধীন-রাজ্য প্রতিষ্ঠা করেন, তাহা বলিবার পূৰ্ব্বে, তাহার পূর্বপুরুষগণের একটু বিশেষ পরিচয় প্রদান করা প্রয়োজন। কান্তকুজ হইতে আগত পঞ্চব্রাহ্মণের মধ্যে—মহাকবি শ্রীহর্ষের সঙ্গে, অগ্নিকুলোদ্ভব বিরাট ওহ, তৃত্য রূপে এদেশে আসেন। ঐহৰ মহাশনিক ও শ্রেষ্ঠ কবি ছিলেন। ইনিই বঙ্গের মুখোপাধ্যার উপাধিধারী জাহ্মণ গণের আদি পুরুষ। বিরাট-গুহও সেইরূপ বঙ্গের গুহু-বংশীয়দের আদি পুছয়। এই বিরাট হইতে একাদশ পুরুষ অধ:স্তন, রামচন্দ্র নিয়োগী মামক এক দরিদ্র কায়স্থ, পূর্ববঙ্গের অন্তর্গত বাক্ষলাতে বাস করিতেন। १x "ممنوعضضصصعـ • প্রতাপ্পাদিত্য-চরিত-লেখক-শাস্ত্রী মহাশয়ের প্রতাপাদিত্য-চরিতে, সাতৈলের श्वांषङ्गृहिब्र o किड़ विकूभूत्वब्र शर्षौद्र-वरज्ञब्र बाब थाएझ । बाइोई एकेक नी कर्म, अ[ीज *ांमृथ *विक३oरे गवळ आदीच्णोच् कविाहिनन। .