পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

なおや কলিকাতা সেকালের ও একালের । এখনকার বাজার-দরের সহিত ঐ সব জিনিসের মূল্যের একটা তুলনার সমালোচনা করিয়া তখনকার লোকে কি করিয়া সামান্ত মাহিনায় দোল দুর্গোৎসব করিত, তাহ অনুমান করিয়া লউন। লালদীঘির উন্নতির জন্য খরচ । ১৭৫৩ খৃঃ অব্দের ১লা ফেব্রুয়ারীর কন্সলটেসান-বহিতে নিম্নলিখিত হিসাবগুলি লেখা আছে— ৩ জন সার্জেন্টের খোরাকী ও পথের উপরিস্থ গাছ কাটিবার

  • 5iー bale/t লালদীঘির চারিদিকের ক্ষুদ্র পথগুলি মেরামত পুষ্করিণী-সংস্কার ইত্যাদি বাবত—(মাসিক )— কমলা-লেবুর গাছ ( বাগানে বসাইবার জন্য )— २8५

ঈশ্বরী ও ভবী নামক দুইজন বেঙ্গার মালা-মাল বিক্রয়—ও দয়ারাম সিংহের সম্পত্তি যাহা কোম্পানী বাজেয়াপ্ত করিয়াছেন তাহার মূল্য— ctచివెచి পাঠক উল্লিখিত হিসাব হইতে দেখিতে পাইতেছেন, কোম্পানী তাহtদের সখের লালদীঘির উন্নতির জন্য মাসিক কুড়ি টাকা ব্যয় মঞ্জুর করিয়াছেন। বাগানে—কমলালেবুর গাছ বসাইবার জন্যও ২৪২ টাকা মঞ্জুর হইয়াছিল। কোম্পানীর জমীদারীর খাজনা । “হুগলীর ফৌজদার, চারি মাসের প্রাপ্য খাজনা তলব করিয়াছেন। এজন্য নিম্নলিখিত হারে তাহাকে খাজনা পাঠাইবার আদেশ হইল। দং—সুতালুট (কলিকাতা )—৩•৫২ টাকা । দং–গোবিন্দপুর ( পাইকান )—৭•২ টাকা । দং— ” (কলিকাতা )—৩৩ টাকা। বক্সীর খরচা— ১॥• দেড় টাকা। - T এই খাজনা ১৭৫৩ খৃঃ অব্দে দেওয়া হইয়াছিল। প্রতি চারি মাস অস্তুর - কোম্পানীকে সরকারী প্রাপ্য খাজনা হুগলীতে পাঠাইতে হইত।" মেয়র-কোটের খরচ । কলিকাতায় ইংরাজের প্রথম ৰিচারালয় “মেয়র-কোট”। আগে মেয়র-কোটের নির্দিষ্ট কোন বাড়ী ঘর ছিল না। কলিকাতার একটা “চ্যারিট