পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७8९ কলিকাতা সেকালের ও একালের । কলিকাতার এই একমাত্র সংবাদ-পত্রের জীর্ণপত্রগুলির মধ্য হইতে কতকগুলি কৌতুহলোদ্দীপক ব্যাপারের সারসংগ্ৰহ করিয়া দিলাম। পাঠক ইহা হইতে ওয়ারেণ-হেষ্টিংস ও তাহার পরবর্তী আমলের অর্থাৎ এক শত ত্রিশ বৎসরের পুরাতন কথা জানিতে পারিবেন। “আইনআকবরীর” অনুবাদক, পারস্যভাষাবিত, সুপ্রসিদ্ধ ফ্রান্সিস গ্লাডউইন সাহেব সৰ্ব্বপ্রথমে এই গেজেটের সম্পাদক পদে ব্ৰতী হন। ধরিতে গেলে, ইহাই প্রাচীন কলিকাতার প্রথম সরকারী সংবাদপত্র। কলিকাতায় পটুগীজ গোরার উৎপাত। সকৌদিল গবর্ণর জেনারেল সাহেবের নিকট গ্রাওজুরীর এক আবেদন পত্র পৌছিয়াছে। তাহার সার মর্শ্ব এই—“পটুগীজ জাহাজের গোরাগণ, সহরে নামিয়া মানাবিধ উৎপাত অত্যাচার করে । এজন্ত আদেশ করা যাইতেছে, এই সকল জাহাজের অধ্যক্ষেরা, যেন নিম্নলিখিত আদেশটী বিশেষ মনোযোগের সহিত পালন করেন। অর্থাৎ প্রাতঃকালে সাতটার পূৰ্ব্বে, কোন পটুগীজ মাঝি-মাল্লা, সহরে প্রবেশ করিতে পরিবে না। সন্ধ্যা পাচটার পর সহর ত্যাগ করিয়া তাহাদিগকে জাহাজে উঠতে হইবে। এই বিধানের লঙ্ঘন করিলে, তাহারা সহরের পুলিশ সুপারিন্টেডেণ্ট কর্তৃক ধৃত হইয়া ফাটকে আবদ্ধ থাকিবে।” (r -3–1984 )* & ডাকবন্দোবস্ত রহিত । “জাগামী ৩-এ জুন হইতে অনারেবল কোম্পানী বাহাদুরের ডাক বেহরিাগণ ডাকের কার্য্য বন্ধ করিবে।” ( ro-6-1984 ) তখন ডাক-বিভাগের কার্য্য প্রথম আরম্ভ হইয়াছে। ডাকের মাশুল aভূতি কিরূপ বেণী ছিল—কোন স্থান হইতে কত দিনে ডাক যাইত, তাহার পরিচয় পাঠক পরে -পাইবেন । ডাকবেহারাদের চলাচল বন্ধ করিবার কারণ, বর্ষ সমাগমে পথঘাট অত্যন্ত দুর্গম হইয়া পড়িয়াছিল। বর্ষার সময়ে সেকালে ডাক-চলাচল বন্ধ থাকিত । উক্ত বৎসর ৩০শে সেপ্টেম্বরে এক সরকারী আদেশ প্রচারিত হয়— “আগামী ১লা অক্টোবর श्रेष्ड কোম্পানী-বাহাদুরের ডাকাবহারার পুনরায় • প্রত্যেক্ষ বিষয়ের শেষে বন্ধনীর মধ্যে, যে তারিখ ও বৎসর আছে, তাহাই সেকালের গেজেটের তারিখ। পাঠক উল্লিখিত আদেশ হইতে দেখিতে পাইবেন-কলিকাত৷ সহরে তখন একজন পুলিশ সুপারিস্টেণ্ডেণ্টই সহর-কোতোয়ালির কর্তা ছিলেন।