পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*** কলিকাতা সেকালের ও একালের। মালামাল। তাহদের পূর্ণ পরিচয় এখানে দেওয়া অসম্ভব। নগর টাকার বিক্রী। মালামাল খরিদের পাচ দিন পরে ক্রীত-মাল উঠাইয়া না লইলে, পুনরায় তাহ অন্ত লোককে বিক্রয় করা হইবে। গাড়ীওয়াল &য়ার্ট-কোম্পানী। পাঠক, আজও নর্টন-বিলুডিংএর নিকট, ঠুয়ার্ট কোম্পানীর পুরাতন গাড়ীর কারখানা দেখিতে পাইবেন। এই ঠুম্বার্ট-কোম্পানী ওয়ারেণ হেটংসের আমলে প্রতিষ্ঠিত। উক্ত ইয়ার্ট-কোম্পানীর ১৭৮৫ সালের ১৭ই মার্চ তারিখের একটী বিজ্ঞাপন এই—“আমরা বিলাত হইতে একখানি সুন্দর গাড়ী আনাইয়াছি। তাহার মূল্য আট শত সিকাটাকা। আমরা অর্ডার পাইলে চিরেট, ফিটন, বগী প্রভৃতি, ইউরোপের মত নিখুঁতভাবে గాry কর্ণা এমনাল। ১৭৮৫ খৃঃ অকের এই এপ্রেলের একটা বিজ্ঞাপন হইতে দেখা যায়, *ওরিয়েন্টাল ম্যাগাজিন এবং কলিকাতার আমোদ-প্রমোদ” নামক একখানি মূতন মাসিক-পত্রের প্রথম সংখ্যা বাহির হইয়াছে। প্রতি মাসের প্রখম বুধবারে ইহা বাহির হইবে। বর্তমান সংখ্যার নিম্নলিখিত চিত্তাকর্ষক বিষয়গুলি অাছে। (১ ) হেষ্টিংস সাহেবের জীবনী ও এদেশের কার্য্যবিবরণী সম্বন্ধে বিস্তৃত ইতিহাস—(ভূতপূৰ্ব্ব গবর্ণর সাহেবের সুবৃহৎ ছবি সম্বলিত, (২) ভারতের ইংরাজাধিকার সমূহে স্বশাসন ও সুশৃঙ্খলা স্থাপনের জন্য, পার্লিয়ামেন্ট যে নূতন বিধান বা রেগুলেশন প্রচলিত করিয়াছেন, তাছার পূর্ণ বিবরণ। ইহা ছাড়া আরও অনেক জ্ঞাতব্য বিষয় ইহাতে আছে। গর্ডন ও হে সাহেবের ছাপাখানায় ইহা পাওয়া যাইবে।” উল্লিখিত বিজ্ঞাপনী হইতে জানিতে পারা যায়, যে—তখন কলিকাতায় ইংরাজ-পরিচালিত আর একটা নূতন ছাপাখানা স্থাপিত হইয়াছিল। আর এই ছাপাখানার স্বত্বাধিকারী দুইজন ইংরাজ। অন্য ছাপাখানা হইতে সরকারী গেজেট প্রভৃতি মুদ্রিত হইত। - r = o - ঘোড়ার দানা-যোগান ) o ১৭ই মার্চ তারিখে ( ১৭৮৫ ) একজন ইংরাজ-ব্যবসায়ী বে বিজ্ঞাপন সাধারণে প্রকাশ করেন, তাহার সার মর্শ এই—“কলিকাতায়