পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবিংশ অধ্যায়। ৬৬৭ঃ (২৫) কদমতলা ঘাট । (২৬) কাশীনাথ বাবুর ঘাট। (২৭) হুজুরীমল্পস ঘাট । (২৮) নয়ান মল্লিকের ঘাট। (২৯ ) বলরাম চক্সের ঘাট । (৩• ) বড়বাজার ঘাট (Great Bazar) (৩১ ) রস সাহেবের ঘাট । (৩১ ) বারেটে সাহেবের ঘাট। ৷ (৩৩) জ্যাক্সন ঘাট । (৩৪) ফোরম্যানূস ঘাট। (৩৫ ) ব্লাইখার সাহেবের ঘাট। (৩৬) ওল্ডকোর্ট ঘাট । (৩৭) নিউ হোয়াফ ঘাট। ( , ) #İşte'fş fsı (৩৯ ) চাদপাল ঘাট। বাগবাজার হইতে আরম্ভ করিয়া চাদপাল ঘাট পৰ্য্যন্ত, তখন ৩৯ট ঘাট ছিল। এখন এ সমস্ত ঘাটের মধ্যে অনেকগুলির নাম ও অস্তিত্ব লোপ পাইয়াছে। সেকালের সাহেবেরাও, বাঙ্গালীদের মত গঙ্গাতীরে ঘাট বাধাইয়া স্ব স্ব নামে তাহার নামকরণ করিতেন।