পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায় । Vసి) মহরম ও দুর্গাপূজা উপলক্ষে মহাদাঙ্গা ও হত্যাকাণ্ড । -- আমরা বর্তমান বৎসর হইতে ১২৫ বৎসর পূর্বের অার একটা সংবাদ দিতেছি । এ সংবাদটী তৎকালীন সংবাদপত্রেই প্রকাশিত হয়। “এই বৎসরে দুর্গোৎসব ও মহরম একই সময়ে পড়ে।* এই উপলক্ষে বাজারে ইতিপূৰ্ব্বে কয়েকট ছোট খাট দাঙ্গা-হাঙ্গামা হইয়া গিয়াছে। নিম্নলিখিত ঘটনাটী অতি ভয়ানক। এজন্য ইহার সবিশেষ বিবরণ দেওয়া যাইতেছে।” o “গত সোমৰ "- শপুরাহ্নে ( ১লন তাক্টেশনে ఇు. -." ... ধৰ্ম্মই....য়ৈ উকতি । ৩০এ এপ্রিল ( ১৭৮৯ খ্ৰীঃ অব্দ ) তারিখের, গেজেটে প্রকাশ হয়— “গত বৃহস্পতিবার রাত্রে একদল অস্ত্রধানী ডাকাত, বরাহনগরের দত্ত্বরাম চট্টোপাপ্যায়ের বাটীতে ডাকাতি করিতে যায়। বাড়ীতে যাহা কিছু ৰূল্যবান সম্পত্তি ছিল, সবই ডাকাতের লষ্টয়া গিয়াছে। এ সমস্ত সৃষ্টিত-সম্পত্তির মূল দশ হাজার টাকা । ডাকাতেরা যখন লুটপাট করিয়া চলিয়া যাইতেছে, তখন চট্টোপাধ্যায় তাহাদিগকে ডাকিয়া বলেন—“আচ্ছা ! এখন তোমরা যাও । পরে আমি তোমাদের দেখিয়া লইব । তোমাদের সনাক্ত করিবার জন্ত আমাকে বিশেষ কষ্ট পাইতে হইবে না । আদালতে তোমাদের ভাল করিয়া দেখিব।” এই কথা শুনিয়া ডাকাতেরা পুনরায় ফিরিয়া আসে –এবং অতি নিষ্ঠুরভাবে তাহার শরীরের চারি পাঁচ স্থানে "রাম-দণ” দ্বারা আঘাত করিয়া তাহণকে হত্য করে । এই চট্টোপাধ্যায় একজন প্রসিদ্ধ তুল-ব্যবসায়ী। ইহঁর মৃতদেহ শ্মশানে দাহ করিবার জন্য আনা হইলে—ইহার স্ত্রীও সেই সময়ে সহমরণে যান।* বাজারে হত্যাকাণ্ড । গত শনিবার (১লা অক্টোবর ১৭৮৯ ) মুতালুট-হাটখোলা বাজারে, একজন কয়লা-বিক্রেতার শোচনীয় মুতু্য ঘটিয়াছে। লোকটা এই বাজারের একজন পুরাতন কয়লা বিক্রেতা । বাজারের ইজারাদার, তাহার নিকট

  • c*it&tÈā cat** Chatterjec? gtai Chillimille € Baranagar c* Balanagar বলিয়। লিথিয়াছেন। ইহ। সেকালের সাহেবদের দেশীয় নাম ও উপাধিজ্ঞানের of F# 1 (Calcutta, Gazette—30-4-1789)

b"