পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬৪ কলিকাতা সেকালের ও একালের । ওয়ালিস, ম্যাকলেলাও, বেভারিজ প্রভৃতি মহাত্মাগণ এই সমিতির नामछान् সদস্য ছিলেন । সৰ্ব্বপ্রথমে এই এসিয়াটিক সোসাইটর নিজের গৃহ ছিল না। তদানীন্তন সুপ্রীমকোর্টের “গ্রাণ্ড-জুরী" গৃহের মধ্যে, ইহার অধিবেশন হইত। ১৭৯৬ খ. অব্দে এই সোসাইটর জন্ত স্বতন্ত্র বাট নিৰ্ম্মাণের কল্পনা হয়—কিন্তু ১৮০৪ থ: অব্দের পূৰ্ব্বে এ কল্পনা কার্য্যে পরিণত হয় নাই। জ্যাকে পিচার নামক এক ফরাসী-স্থপতি এই বাটীর নিৰ্ম্মাণ কাৰ্য্য শেষ করেন । বাড়িট তৈয়ারি করিতে ত্ৰিশহাজার টাকা খরচ হইয়াছিল। এসিয়াটিক সোসাইটিতে নানা ভাষার পুস্তক শ্রেণী অসংখ্য । ১৯.১ থ, অব্দের একটা তালিকা হইতে প্রমাণ— ইংরাজী পুস্তক ও পাণ্ডুলিপি 努 ১৯৮৪২ ভলম্ অ}রেবিক x- ** د وه لا د ,, পারসী », 3) لا d ه Sد ,, উৰ্দ্দ, *3 y? Ψ ω ο *; সংস্কৃত 33 לל లిరిగి ty , সংস্কৃত পাণ্ডুলিপি ও হস্তাক্ষর লিখিত পুথি २¢ ० १ ,५ তববতীয় y) so ২৫৬ , চাইনিজ לכ o \లి( o ** বৰ্ম্মিজ ও সায়ামিজ লিপি * S & 4 ,, মোট ૨૨8ર (t ਝੋਲੁੱਝੋ হইতেছে আট দশ বৎসরের পূর্বের তালিক। বর্তমানে હરે সংখ্যার উপর আরও নূতন পুস্তক ও পাণ্ডুলিপি সংগৃঙ্গীত হইয়াছে। শ্রীরঙ্গপটন প্রাইজ-কমিটি এই সমিতিতে অনেক বহুমূগ্য পুস্তক দান করেন। (১৮.৮ খঃ অন্ধ ফেব্রুয়ারি) টিপু-স্বলতানের ধ্বংসসাধনের পর, তাহার বহুমূল্য পাঠাগারটা বিজয়ী ইংরাজেরা দখল করিয়া লয়েম। টিপুর এই লাইব্রেরীতে, অনেক বহুমূল্য ও প্রাচীন পুস্তকাদি ছিল। সুন্দর মুচিত্রিত, দুই তিনশত বৎসরের লিখিত কোরাণ প্রভৃতি এই পুস্তকালয়ে পাওয়া যাইত। অতি পুরাকালে, গুলেস্তার যে প্রথম নকল হয়, সে পুস্তকখানিও টিপুর পাঠাগারে ছিল। দুই একখানি কোরাণে এবং তৎসাময়িক পুস্তকে, ( যাই মোগল-বাদশাহদের সম্পত্তি ছিল) আকবর প্রভৃতি বাদসহগণের স্বছন্ত । লিখিত স্বাক্ষর অজ ও বর্তমান। “পাদসা-নামা” বা সাজাহান বাদসাহের ।