পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। १७१ তিনি কোন পার্থক্য দেখিতেন না। জনশ্রুতি এই তিনি নিতাগন aান করিতেন। অনেক হিন্দু দেবদেবীর মূৰ্ত্তি তিনি নিজ বাটতে সংগ্ৰহ করিয়াছিলেন । সাউথ পার্ক ষ্ট্রীটের সমাধিক্ষেত্রে আজও উহার সমাখিবৃত্ব বর্তমান। এ সমাধিস্তম্ভটা একটী প্রাচীন হিন্দু দেবমন্দিরের প্লাবশেষ । ইহার গাত্রে “ভগীরথ” “পৃথুিদেবী" প্রভৃতির খোদিত আকৃতি ও অনেক সাধুসন্ন্যাসীর মূৰ্ত্তি আছে। ফ্রিস্কল ষ্ট্রট। ইহা অাগে (১৭৮০ খ্ৰীঃ অঞ্চ ) বাশের জঙ্গল ছিল । রাত্রে লোকে এ ভীষণ জঙ্গল পার হইতে ভয় পাইত। ১৭৮৯ খৃঃ অবো, এখানে সাঠেবদের জন্য একটী ফ্রিস্তুল স্থাপিত হয়। এই স্কুল হইতেই এ পথের এইরূপ নামকরণ হইয়াছে। যেখানে এখন এই স্কুল গৃহটী বৰ্ত্তমান—বহুকাল পূৰ্ব্বে সেইস্থানে আর একটা বাড়ী ছিল। সেই বাড়ীতে স্বপ্রীমকোর্টের স্বলতম জজ, লিমেষ্টার সাহেব থাকিতেন। এই লিমেষ্টার, নন্দকুমারের মোকদ্দমার অন্ততম বিচারক । ইনিই নন্দকুমারকে জেলে পুরিবার আদেশ প্রদান করেন । এই রাস্তার ৩৯ নং বাড়ীতে, ইংলণ্ডের প্রসিদ্ধ উপন্যাসকার উইলিয়াম থাকারের জন্ম হয়। ইহঁর পিতা রিচ মণ্ড থ্যাকারে কোম্পানীর আমলে বোর্ড-অব-রেভেনিউর সেক্রেটারি ও চব্বিশ পরগণার কালেক্টার ছিলেন । আলিপুরে তিনি যে বাড়ীতে বাস করিতেন--সেই বড়াতেই হেষ্টিংসের কৌন্সিলের মেম্বর, স্যর ফিলিপ ফ্রান্সিস্ বাস করিতেন বলিয়া একটা জনপ্রবাদ আছে। আলিপুর জেলের প্রবেশের পথটা এখনও "থাকারে রোড” বলিয়া পরিচিত । মটস লেন । ঘটুস লেন—মিঃ মটের নামানুসারে চিহ্নিত হইয়াছিল। হেষ্টিংসের লিতি চিঠিপত্রে, এই মট সাহেবের নাম বহুবার উল্লিখিত হইয়াছে। মটু*াবে প্রথমে প্রাচীন কলিকাতার একজন স্বাধীনব্যবসায়ী ছিলেন । ১৭৬৬ ই অঙ্গে লর্ড ক্লাইভের আদেশে, তিনি উড়িষ্যায় মণিরথনি আবিষ্কার করিতে শন করেন । এতৎসম্বন্ধে তিনি একখানি কেতাবও লিখিয়াছিলেন । ষ্টারেণ হেষ্টিংসের প্রথম আমলে, তিনি বেনারসে থাকিতেন। তৎপরে খ্রিষ্ঠ আসেন। গবর্ণর হেষ্টিংস, প্রায়ই মট সাহেবের চুচূড়ার বাড়ীতে "ঞ্জিত হইতেন। তাহার গোপনীয় চিঠিপত্রের অনেকস্থলে—তিনি