পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। 3》 কাদা হইত বলিয়া, এই পথটা অতি দুর্গম ছিল। ১৭৮৪ হইতে ১৭৮৮ খ্ৰীঃ অদের মধ্যে এই কসাইটোলা পল্লীতে অনেক ফিরিঙ্গি ও ইংরাজ-ব্যবসায়ী দোকান খুলিয়া কারবার আরম্ভ করিয়াছিলেন। এই পল্লীতে সেকালের “টেম্হোমের-ট্যাভাৰ্ণ” জন পায়ারের—অণ্ডার-টেকারের কারখানা, গড়ীওয়াল। মিঃ অলিফ্যান্টের ইউনিয়ান টাভাৰ্ণ, মিঃ মেকিননের ইংরাজী স্কুল প্রভৃতি স্থাপিত হইয়াছিল। আজকাল যে বাড়ীতে, লোয়েলীন কোং'র কার্য্যালয়—সেই বাড়ীতে কয়েক বৎসরের জন্ত, অতি পুরাকালে অস্থায়ী গবর্ণমেণ্ট-হাউস স্থাপিত হইয়াছিল । এখনও এই বাড়ীর মধ্যে সেকালের থোনরূম ও কৌন্সিল-চেম্বাররূপে ব্যবহৃত, পুরাকালের কামরাগুলি এখনও বর্তমান। এই পথের আশেপাশের পল্লীতে, যে সমস্ত গলিগুলি আঞ্জ ও দেখিতে পাওয়া যায়, তাহীদের নামের কোন পরিবর্তন হয় নাই। সেই পুরাকালের নামই আজ পর্য্যন্ত চলিয়া আসিতেছে। উদাহরণ স্বরূপ—গ্রান্টস্লেন, মেরিডিথ স-লেন, ওয়েষ্টন্‌-ট্রীট, জিগ জ্যাগ-লেন, ইমাম-বাড়ী-লেন, মুটারকিন্স-লেন, চাদনী-চক, ম্যাঙ্গো-লেন, ডেকাস-লেন, ক্রুকেড-লেন, ফ্যালিলেন, লারকিন্স-লেন প্রভৃতির নামোল্লেখ করা যাইতে পারে। কেবলমাত্র সেকালের “রাণীমুস্টগলির” নামটা ব্রিটিশ-ইণ্ডিস্থান-স্ত্রীটে পরিবর্তি হইয়াছে। - গ্রান্টসূ-লেন। গ্রন্টস-লেনটী অতি পুরাতন । বেণ্টিঙ্ক-ষ্ট্রীট হইতে এই গলি আরম্ভ হইয়াছে। ১৭৮৪ খ্ৰীঃ অব্দের ম্যাপ হইতে দেখিতে পাওয়া যায়, তখন যাত্র কয়েক ঘর ইংরাজ এই গলির মধ্যে প্রথম বসবাস করিতে আরম্ভ: করিয়াছেন। চলিল গ্রান্টের নামানুসারে, এই গলির নামকরণ হইয়াছে। এই গ্রান্ট সাহেব, কোম্পানীর অধীনে একজন সিভিলিয়ান বা রাইটার ছিলেন । তিনি একজন খাটি খ্ৰীষ্টান ছিলেন। ১৭৯৪ খ্ৰীঃ অক্ষে, তিনি কোম্পানির কার্য্য হইতে অবসর লয়েন। ওয়ারেণ হেষ্টিংসের গবর্ণর হুইবার পূৰ্ব্বে, তিমি কোম্পানীর কার্ধ্যে প্রবেশ করেন। ভবিষ্যতে বিলাতে গিয়া, ইনি প্রথমে ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর একজন ডাইরেক্টার ও পরে চেয়ারম্যান পর্য্যস্ত হইয়াছিলেন । ( ১৮০৮ খৃষ্ট ) মিশন-রোর পুরাতন গির্জা, বাহা পাদরী জন কারণওীরের স্থাপিত,-সেই ভজনালয়েই তিনি "গঙ্গা"