পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ĝð বৈষ্ণব কবি গোবিন্দ-দাসের বিরচিত পদাবলী শ্রবণে, দিনাতিপাত করিক্তে লাগিলেন। . যশোরকে একটা মুরক্ষিত ও শক্তিমান রাজ্যে পরিণত করিবার জন্য, প্রতাপ নানা উপায় অবলম্বন করিলেন। তাহার আদেশানুসারে, তাহার অধিকৃত স্থান সমূহের চারিদিকে, অনেকগুলি দুর্গ নিৰ্ম্মিত হইল। রড। নামক একজন পটুগীজ নৌ-সেনাপতির তত্বাবধারণে, এই সমস্ত দুর্গ নিৰ্ম্মিত হয়। দুর্গ-গুলি মৃত্তিক-নিৰ্ম্মিত হইলেও, শত্রুর আক্রমণ হইতে আত্মরক্ষণ করিবার বিশেষ উপযুক্ত ছিল । * যতদূর জানিতে পারা গিয়াছে—তাহ হইতে আমরা প্রতাপ-প্রতিষ্ঠিত সাতটা দুর্গের নাম পাইয়াছি। মাতলা, রায়গড় (বর্তমান গার্ডনরিচ, ), টানা, বেহালা, সালকিয়া, চিৎপুর, আটপুর, ( মূলাযোড় ) প্রভৃতি সাতটা স্থানে, এই সপ্ত দুর্গ নিৰ্ম্মিত হয় । অশ্বারোহী পদাতি, তীরন্দাজ, বেলদার ( শ্রমজীবি-সেনা ) ও গোলন্দাজ প্রভৃতি কোন প্রকার সৈন্যেরই অভাব হইল না । দুই এক বৎসরের মধ্যে যশোরের যশঃপ্রতিভা চারিদিকে ব্যাপ্ত হইয়া পড়িল । প্রতাপের এই উন্নতির সময়ে, তাহার মহা গুরু নিপাত হয়। মহারাজ বিক্রমাদিত্য এই সময়ে পরলোক গমন করেন । মহাসমারোহে পিতৃশ্ৰাদ্ধ শেষ করিয়া, প্রতাপ বসন্তরায়কে পিতার স্বায় সন্মান কুরিতে লাগিলেন। রাজা-সম্বন্ধে সুবন্দোবস্ত পূৰ্ব্ববৎ ভাবেই কুলিতে লাগিল । প্রতাপাদিত্য দেখিলেন-বঙ্গদেশের সান্নিধ্যে, উৎকলবাসীগণই তখনও অমিত শক্তিতে মোগল-পাঠানের সহিত যুঝিয়া,তাহাদের স্বাধীনতা ও স্বাতন্ত্র্য রক্ষা করিয়াছে। এই উৎকলীদের সাহস, শক্তি, যুদ্ধপ্রণালী প্রভৃতি দেখিবার জন্ত তিনি তীর্থযাত্রাস্থলে অগণা বাহিনী লইয়া, উৎকলে গমন করেন। উৎকলে সে সময়ে উৎকলেশ্বর নামক শিবলিঙ্গ এবং গোবিন্দদেব নামক শ্ৰীকৃষ্ণ-মুৰ্ত্তি অতি বিখ্যাত ছিল। বসন্তরায় প্রতাপকে, এই দুইটা

  • Maharaja Pratapaditya had through the help of Rodda the Portuguese Commander of his fleet, built several forts close to Calcutta. during his transcient struggle for independence. One such fort, appears to be built at Mutla, another at Raigurh (Garden Reach), a third at Behala. a fourth at—Tannah and a fifth at Sulkia, a sixth somewhere near Chitpur and a seventh at Atpur near Mulajore ** These murd—forts. were highly prized in those days for their strategic value. The River being only navigable by small sloops and boats... (Mr. Roy's Census Report, P. 13)