পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৭৬ কলিকাতা সেকালের ও একালের । কলিকাতায় কাছারী-বাট ছিল। ব্যারণেস, ইম্হফকে বিবাহ করিবার পর হেষ্টিংস সাহেব, বর্তমান হেষ্টিংস-ট্রীটের বাড়ীতে বসবাস আরম্ভ করেন । পূৰ্ব্বে বলিয়াছি, এই বাড়ীটি এখন, স্বপ্রসিদ্ধ বরণ-কোম্পানীর অফিস। লণ্ড কৰ্জন, ওয়ারেণ হেষ্টিংসের অধিকৃত পুরাকালের এই বাড়ীর গায়ে একখানি স্মৃতিফলক বা ট্যাবলেট্‌ মারিয়া দিয়াছেন। ডেকাস-লেন । এই গলিটী এসপ্লানেড রে হইতে আরম্ভ হইয়া, বরাবর ওয়াটারলু দ্বীটে গিয়া মিশিয়াছে। এই পথট কলিকাতার মধ্যে অতি প্রাচীন । পি, এম, ডেকাস সাহেব, ১৭৭৩ খ্ৰী: অব্দে অর্থাৎ ওয়ারেণ হেষ্টিংসের আমলে, কলিকাতার কালেক্টার ছিলেন। পরে তিনি কৌন্সিলের মেম্বরও হন। কোম্পানীর জমীদারী-লাভের পর, দিনকতক ইনি হলওয়েলের মত “জমীদারের” কাজও করিয়াছিলেন। নবাব কর্তৃক কলিকাতা দুর্গ-অবরোধ সময়ে, এই ডেকার সাহেব ২৪২ টাকা মাসিক বেতনের একজন “রাইটার" ছিলেন। ইনিষ্ট কলিকাতার ইতিহাস-প্রসিদ্ধ প্রেসিডেন্ট বা গৰগঁর ড়েকের নিকট, সৰ্ব্বপ্রথমে ভলণ্টিয়ার-সৈন্যদল সংগঠনের প্রথম প্রস্তাব করেন। ওল্ড কোর্ট-হাউস ষ্ট্রীট । এই রাস্তাটর এক প্রান্তে, লাট-প্রাসাদ ও অপর প্রাস্তে ইতিহাস প্রসিদ্ধ লালদিঘি। বর্ভূমান সেন্ট এন্দ্র (ঘড়ীওয়াল গির্জা) যেখানে আছে, সেই স্থানে পুরাতন কোর্ট-হাউস ছিল । এই কোট-হাউস্ হইতেই, পথটির এইরূপ নামকরণ হইয়াছে। নবাব সেরাজউদ্দৌলা কর্তৃক কলিকাতা আক্রমণের পূৰ্ব্বে, এই পথটা বৰ্ত্তমান মিশন-রো পর্য্যস্ত বিস্তৃত ছিল। ১৭৮১ খ্ৰীঃ অঙ্গে এই রাস্তাটার প্রাণপ্রতিষ্ঠা হয়। আগে এই পথটী, গির্জার কোল হইতে আরম্ভ হইয়া, বর্তমান রেড-রোডের স্থান অধিকার করিয়া, গড়ের মাঠের মধ্য দিয়া অতীতকালের “সরম্যান্‌স-ব্রিজ" এবং বর্তমানকালের খিদিরপুরের পোল পর্য্যস্ত বিস্তৃত ছিল। সেকালের দীর্ঘ-পথটী এখন নানাস্থানে নানাবিধ নামে বিভক্ত হইয়াছে। আজকাল পেলিটি-কোংর পাখে; যে বাড়ীটি এজরা-ম্যানসনূস বলিয়া পরিচিত, সেই স্থানে ওয়ারেণ-হেষ্টিংসের কৌন্সিলের অন্যতম সভ্য, জেনারেল ক্লেভারিংএর অস্থায়ী আবাসবাট ছিল । সুপ্রসিদ্ধ প্রত্নতত্ত্বৰিৎ লং সাহেব এইরূপ একটা অল্পমান