পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

beや কলিকাতা সেকালের ও একালের । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আবাসবাটির জন্য যথেষ্ট বিখ্যাত হইয়াছে। বিদ্যাসাগর মহাশয়, ২৫ নং বাটতে বাস করিতেন। বিদ্যাসাগর মহাশয়ের জীবনকথা না জানেন, এমন শিক্ষিত-বাঙ্গালী খুব কমই আছেন। তাহার প্রথমভাগ, দ্বিতীয়ভাগ, বোধোদয়, চরিতাবলী পড়িয়া সকলেই প্রায় বাঙ্গলা শিথিয়াছেন। এরূপ স্বাধীনচেতা, দয়ার আদর্শ", ব্রহ্মণ্য-তেজের জলন্ত আদর্শ, পণ্ডিত-ব্রাহ্মণ খুব কমই বঙ্গদেশে জন্মিয়াছেন। স্বপ্রসিদ্ধ মেট্রোপলিটন-কালেজ, তাহার অক্ষয়কীৰ্ত্তি। যতদিন এদেশে সংস্কৃত-কলেজ বর্তমান থাকিবে, ততদিন বিদ্যাসাগরের নাম কেহই ভূলিতে পরিবেন না। বিদ্যাসাগর মহাশয়ের পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্ব মহাশয়, পিতৃ-পরিচয়ে সৰ্ব্বত্র সন্মানিত। তাহার উপযুক্ত দৌহিত্র, শ্ৰীযুক্ত সুরেশচন্দ্র সমাজপতি, “সাহিত্য” নামক বিখ্যাত মাসিক পত্রের সম্পাদক। সুরেশচন্দ্র, বাঙ্গাল সাহিত্যক্ষেত্রের সহস্ৰ বিভীষিকা ও প্রতিযোগিতাকে উপেক্ষা করিয়া, তাহার জীবনের ব্রত “সাহিত্য” আজও দক্ষতার সহিত পরিচালনা করিতেছেন। ইহার নিকটস্থ পল্লীতে ৬ নং মাণিকতলা রোডে, আর একজন মনীষি বাঙ্গালী বাস করিতেন। ইনি স্বৰ্গীয় ডাক্তার রাজেন্দ্রলাল মিত্র। ভারতের প্রত্নতত্ত্ব আবিষ্কারে, ইনি অদ্বিতীয় ছিলেন। অশোকের রাজত্বকালের শিলালিপিগুলির পাঠোদ্ধার ও মৰ্ম্ম ব্যাখ্যা করিয়া, ইনি অক্ষয় কীৰ্ত্তি রাখিয়া গিয়াছেন। সেকালের এসিয়াটিক-সোসাইটির জর্ণলের, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের, গবেষণাময় প্রবন্ধ সমূহের বিশিষ্ট প্রবন্ধগুলি ইহারই লেখনীপ্রসুত । রতন সরকারের গার্ডেন ষ্ট্রট । ইহ পাচ নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। দরমণহাট হইতে এই পথের আরম্ভ। রতন সরকারের সম্বন্ধে একটা কিম্বদন্তী আছে। প্রবাদ এই, রতন সরকার, জব চার্ণকের আমলের পূর্বের লোক। ১৬৭৯ খৃষ্টান্ধে “ফ্যাকন” নামক একখানি জাহাজ কলিকাতায় গার্ডেন-রিচে নজর করে। ইহা হইতেছে আড়াই শত বৎসরের পূর্বের কথা। কাপ্তেন ষ্টাফোর্ড এই জাহাজের অধ্যক্ষ ছিলেন। এ জাহাজখানি ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর বাণিজ্য-জাহাজ। কাপ্তেন সাহেবের একজন দ্বিভাষীর প্রয়োজন হয়কেন না তিনি এদেশের কোন ভাষাই জানিতেন না। “দ্বিভাষী”কে মাদ্রাজীতে: “দুবাস” বলে। সাহেব নিকটস্থ গ্রামের লোকদিগকে