পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। し**。 লক্ষী, এই গোসাই-বংশ সস্তৃত। বলাইচাঁদ গোস্বামী মহাশয়ের anর গায়েই ৬৯ নং বলরামদের ট্রীট। এই বাটীতে বঙ্গের বারিষ্টার গুলতিলক, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ( মিঃ ডব্লু, সি, বোনার্জির ) পৈত্রিক বাসভবন। উমেশচন্দ্র বাঙ্গালীর অলঙ্কারস্বরূপ ছিলেন । তাহার হার মুদক্ষ ব্যবহারজীবি, বঙ্গদেশে খুব কম জন্মিয়াছে। উমেশ্চন্দ্রের পিতার নাম গিরিশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায়। পিতামহ পীতাম্বর বন্দ্যেপাধ্যায়। ইস্থার পিতামহ পীতাম্বর বন্দ্যোপাধ্যায় মহাশয়, বাঘাও গ্রাম হইতে আসিয়া কলিকাতায় বাস করেন। তিনি কলিয়ার বার্ড কোংর অফিসের বড় বাৰু বা মুৎসুদি ছিলেন। সেকালের স্বপ্রম-কোর্টের মধ্যে, এই উকীল কোম্পানীর খুব প্রতিপত্তি ছিল। পীতাম্বর-সৰ্ব্বানী-মেল ভূক্ত। পীতাম্বর, খিদিরপুরের সোনাই নামক স্থানে, এক ত্রিতল বাটীতে বাস করতেন। এক ষোত্রহীন মক্কেলের মোকদ্দমায়, তিনি যথেষ্ট সহায়তা করেন। এক সময়ে উচ্চ অবস্থাসম্পন্ন, পরে যোত্রহীন এই অধীর, তাম্বরের চেষ্টাতেই এই বাট সম্বন্ধীয় সরিকানী মোকদম জেতেন । তাহার এমন কিছু ছিল না—ষে তিনি উকীলের ফিঃ বা উপকারী পীতাম্বর তাহার জন্য যে অর্থব্যয় করিয়াছেন তাহ পরিশোধ করেন। শেষে এই ত্রিতল বাটখানি, তিনি পীতাম্বরকে বিক্রয় করিয়া ঋণমুক্ত হন। এই বাড়ীর কম্পাউণ্ড পচিশ বিঘা জমী। পীতাম্বর, এই বাড়ী উত্তমরূপে মেরামত করিয়া প্রাসাদতুল্য অট্টালিকায় পরিণত করেন। এই বাড়ীতে পীতাম্বর অনেক ক্রিয়াকলাপ করিয়াছিলেন। দোল রাস প্রভৃতিতে খিদিরপুর, ভবানীপুর, বেহালা, কালীঘাট, কলিকাতা প্রভৃতি সমাজের ব্ৰাহ্মণগণ নিমন্ত্রিত হইতেন । পীতাম্বর, কুলক্রিয়ায় অগ্রগণ্য ছিলেন। এই দীন লেখকের পিতামহ vগুরুচরণ মুখোপাধ্যায়, পীতাম্বরের ভগ্নীকে বিবাহ করেন। গুরুচরণের আদিনিবাস—শাস্তিপুর। শান্তিপুরের বিখ্যাত তেজস্বী পণ্ডিত লক্ষ্মীতল পাড়ার ভট্টাচাৰ্য্য-বংশীয়, রাজেন্দ্র বিদ্যাবাগীশ, গুরুচরণের প্রপিতামহ। রাজেন্দ্র বিদ্যাবাগীশ মহারাজা কৃষ্ণচন্দ্রের সমসাময়িক। তৎকালে दिशाबागैनं মহাশয়ের মত, শান্তিপুরে তাহার সমকক্ষ দিগ্বিজয়ী পণ্ডিত খুব কম ছিল। এখন কালধৰ্ম্মে লক্ষীতলা-পাড়ার এই ভট্টাচাৰ্য বংশ নানাস্থানবাসী হইয়। পড়িয়ছেন। ইছাদের এক শাখাভূক্ত স্বৰ্গীয় বাবু শ্যামলাল ও কিশোরীআল মুখোপাধ্যায়। এই কিশোরীলাল যুখোপাধ্যায় হাৰত্নী-শীলঞ্জি