পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৪৪ কলিকাতা সেকালের ও একালের। বৎসর বয়সে পিতৃহীন হওয়ায়, গিরিশ্চন্দ্রের শিক্ষা, এইখানেই শেষ হয়। গিরিশচন্দ্র, সৰ্ব্বপ্রথমে বাগবাজারে একটা থিয়েটারের দল করিয়া সময় একাদশী অভিনয় করেন এবং ইহাতে নিমৰ্চাদের ভূমিকা লয়েন। পরে এই থিয়েটার, ষোড়াসাকোর সাম্যাল-বাড়ীতে উঠিয়া আসে। ইহাই প্রথম স্কাশনাল থিয়েটার। প্রথমে ইহা অবৈতনিক ছিল। কিন্তু অধ্যক্ষের টিকিট বিক্রয় আরম্ভ করায়, গিরিশ্চন্দ্র ইহার সংস্রব ছাড়িয়া দেন। তৎপরে বিডন ষ্ট্রীটে, গ্রেট-ন্যাশনাল-থিয়েটার আরম্ভ হইলে, গিরিশচন্দ্র একশত টাকা বেতনে ইহার ম্যানেজার হন। এই সময় হইতে গিরিশন্ত্রের অমুক্ত নিস্যন্দিনি লেখনী হইতে, অমৃতধারণ বর্ষিত হইতে আরম্ভ হয় । আমরা আজকাল বঙ্গীয় নাট্যশালাকে যে বৰ্ত্তমান উন্নত অবস্থায় দেখিতে পাইতেছি, তাহা গিরিশচন্দ্রের জীবনব্যাপী পরিশ্রমের ফল। ষ্টার ও মিনার্তা তাহার অক্ষয় কীৰ্ত্তিস্তম্ভ। বঙ্গীয় নাট্যশালার যে কিছু উন্নতি হইয়াছে, তাহার প্রধান উপলক্ষ্য গিরিশচন্দ্র ও র্তাহার উপযুক্ত সঙ্গীদ্বয় বাৰু অমৃতলাল বসু ও স্বৰ্গীয় অৰ্দ্ধেন্দুশেখর মুস্তফী। গিরিশচন্দ্র-গভীর জ্ঞানী ও লোকচরিত্র রহস্যজ্ঞ ছিলেন। তাহার কয়েকখানি নাটক যথা, চৈতন্যলীলা, বুদ্ধদেব, বিল্বমঙ্গল তাহার অবিনশ্বর কীৰ্ত্তিস্তম্ভ। এমন এক যুগ গিয়াছে—যে যুগে চৈতন্যলীলা ও বুদ্ধদেব, এই বঙ্গদেশে এক বিরাট আন্দোলন উপস্থিত করিয়াছিল। গিরিশচন্দ্র নিজের কীৰ্ত্তিস্তস্তু নিজে স্থাপন করিয়া দিব্যধামবাসী হইয়াছেন। অৰ্দ্ধেন্দু ও পূর্ণেন্দুর মত জ্যোতিঃৰিকাশ করিয়া, মরজগতে চিরবিশ্রামলাভ করিয়াছেন, তবে মুখের বিষয় এই যে, অমৃতলাল বনু মহাশয় এখনও বর্তমান। অমৃতবাবুর নুতন পরিচয় দেওয়া নিম্প্রয়োজন। ইনি দক্ষতার সহিত ষ্টার-থিয়েটারের অধ্যক্ষতা করিয়া আসিয়াছেন। ৰঙ্গরহস্য রচনায়, দীনবন্ধুর পর অমুতলালের আসন। তাহার ৰিবাহ-বিভ্রাট, প্রভৃতি প্রহসন আজও সমাদরে সর্বত্র অভিনীত। বিজয়বসন্ত, তৰ্কবাল প্রভৃতি কয়েকখানি নাটক ও অমৃতমদিরা নামক কাব্য প্রণয়ণ করিয়াও অমৃতবাৰু যশস্বী হইয়াছেন। অমৃতলালের প্রতিভা, বহুবিষয়-প্রসারিণী। ভারত বর্ধের ইতিহাস পাঠের জন্ত, অমৃতলাল বহু অর্থব্যয়ে অনেক দুভাগ্য ইরান ইতিহাস গ্রন্থ সংগ্ৰছ করিয়া, এক পাঠাগার স্থাপন করেন। নাট্যশালার বর্ধমান উন্নতির জন্য গিরিশ্চন্ত্রের ন্যায় অমৃতলালও জীবনব্যাপী পরিশ্রম করিয়াছেন। নাটারী, স্বনামপ্রসিদ্ধ-বাৰু অমরেজ নাথ দত্ত, স্বপ্রসিদ্ধ পণ্ডি তোৰাৰুশ্বরেন্দ্রনাথ ঘোষ (গিরিশ বাৰুর পুত্র) ও গিরিশচক্সের "