পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায় । । ሡ¢ፃ ীের্ণ হন। ১৮৬৯ খ্ৰীঃ অব্দে কাশ্মীর-রাজ্যের মন্ত্রীপদে নিযুক্ত হইয়া গলাম্বর বাৰু যথেষ্ট খ্যাতিলাভ করেন। পরে তিনি কাশ্মীরের রাজস্বদিবের পদও লাভ করিয়াছিলেন। ১৮৯৬ খৃঃ অন্ধে, ইনি কলিকাতার আসিয়া, স্থানীয় মিউনিসিপ্যালিটীর ভাইস-চেয়ারম্যান পদে নিযুক্ত নে। ১৯৯৯ খ্ৰীঃ অধো গবৰ্ণমেণ্টের নিকট হইতে ইনি, সি, আই, ই, উপাধি লাভ করেন। অতীব দক্ষতার সহিত কাৰ্য্য করিয়া, সম্প্রতি ইনি Special পেন্সন ভোগী হইয়া মিউনিসিপ্যালিটার সহকারী সভাপতির পদ হইতে অবসর লইয়াছেন। রসা-রোড । ভবানীপুর কালীঘাট হইয়া, রস-রোড -- বরাবর টালিগঞ্জের দিকে rলিয়া গিয়াছে। বর্তমান ভবানীপুর থানার অনতিদূরে, ভবানীপুরের এই সদর রাস্তার উপর, একটী ত্রিতল বাটীতে, বঙ্গের উজ্জ্বলরত্ব মিষ্টার জটিল সার আশুতোষ মুখোপাধ্যায় সরস্বতী মহাশয় বাস করেন। স্বগীয় ডাক্তার গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়, ভবানীপুরের মধ্যে অতীতকালে একজন মামজাদা ডাক্তার ছিলেন । স্যর আশুতোষ, ডাক্তার গঙ্গাপ্রসাদের জ্যেষ্ঠপুত্র। প্রথম জীবনে এই স্বনামধন্ত মনীষি, সাউথ সবৰ্ব্বন-স্কুলে এন্টান্স-ক্লাস অবধি অধ্যাপনা করেন। তৎপরে প্রেসিডেন্সি-কালেজ হইতে এম. এ. পরীক্ষায় গণিতশাস্ত্রে এম, এ, উপাধি লাভ করেন ও তৎপরে প্রেমচাঁদ-রায়চাদ উপাধি পাম । বি, এল, পাশ করিয়া সার আশুতোষ হাইকোর্টে ওকালতী আরম্ভ করেন। ১৯৯১ খৃঃ অব্দে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরূপে মুখোপাধ্যায় মহাশয়, বঙ্গীয় ব্যবস্থাপক *ভায় প্রবেশ করিয়াছিলেন । ইহঁার অমান্নুষিক প্রতিভা ও অদম্য উদ্যম, সৰ্ব্বদিক-প্রসারিণী। এরূপ প্রতিভাবান বাঙ্গালী, খুব কমই জন্মিরছেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলারের পদে ইনি অক্তি * "ক্ষতার সহিত কাৰ্য্য করিয়া, বাঙ্গালীর গৌরব বৰ্দ্ধন করিয়াছেন। শিকাতার বিশ্ববিদ্যালয়ের বর্তমান উন্নতি—ইহারই আমলে হইয়াছিল। : *৪ খৃঃ অব্দে, স্যর আশুতোষ, হাইকোর্টের জজের পদে নিৰ্ব্বাচিত "৷ ১৮-৮ খৃঃ অশ্বে এসিয়াটিক-সোসাইটর সভাপতির পদে বরিত "। সংস্কৃত-ভাষায় প্রগাঢ় পাণ্ডিত্যের জন্ত—লবীপ-পণ্ডিত-সমাজ *াপাধ্যায় মহাশয়কে, “লরাষ্ট্ৰী” উপাধি দান করেন। বর্তমানে তিনি । مرامه ډ