পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե-Ե-o কলিকাতা সেকালের ও একালের । হাইকোর্ট । হাইকোর্ট, টাউনহলের পশ্চিমদিকে গথিক” (Gothic) প্রণালীতে নির্মিত। ভারত-সম্রাটের প্রধান বিচারালয়, বঙ্গসাম্রাজ্যের প্রধান ধৰ্ম্মাধিকরণ–এই হাইকোর্ট। ১৮৬২ খ্ৰীষ্টাব্দে মার্চ মাসে, ইহার ভিত্তিপ্রস্তর প্রোথিত হয়। ১৮৭২ খ্ৰীষ্টাব্দের মে মাসে, এই সুবৃহৎ বাড়ীট সম্পূর্ণ হয়। ওয়ালটার গ্রাণভিল বলিয়া, পূৰ্ত্ত-বিভাগেয় একজন ইঞ্জিনিয়ার, এই আদালতগৃহের প্লান বা নক্সা প্রস্তুত করেন ও এই প্রকাও সৌধ তাহার তদারকীতেই নিৰ্ম্মিত হইয়াছিল। এই আদালত-গৃহট, বিলাতের “ইপ্রেস-টাউনহলের” অনুকরণে নিৰ্ম্মিত। বর্তমান হাইকোর্টের পশ্চিমদিকে, সেকালের সুপ্রীম-কোর্ট ছিল । যে স্থানে আজকাল হাইকোর্ট নিৰ্ম্মিত হইয়াছে, সেইস্থানের জমী অধিকার করিয়া, পূৰ্ব্বোক্ত মুখ্ৰীম-কোর্ট ও তিনজন সম্রাস্ত ইংরাজের বসত-বাট ছিল। সেইগুলি ভাঙ্গিয়া বিদ্যমানকালে তদধিকৃত স্থানে, এই হাইকোর্ট নিৰ্ম্মিত হইয়াছে। ১৭৮০ খ্ৰীষ্টাব্দ হইতে ১৭৮৪ খ্ৰীষ্টাব্দ পর্য্যস্ত সময়ের মধ্যে, পুরাতন সুপ্রীমকোর্ট বাট নিৰ্ম্মিত হয়। এই সুপ্রীম-কোর্টের নিকটে, সেকালের সুপ্রসিদ্ধ ব্যারিষ্টার লঙ্গভিলি ক্লার্ক সাহেবের আবাসবাড়ী ছিল । ১৮৩০ খ্ৰীষ্টাব্দের আমলে, এই ক্লার্ক সাহেব একজন খুব নামজাদা ব্যারিষ্টার ছিলেন। প্রাচীন কলিকাতার হিতকর অনেক কাৰ্য্য, তাহার দ্বারা সম্পন্ন হইয়াছিল । আগে এদেশে ইংরাজগণ বরফ খাইতে পাইতেন না। তাহার চেষ্টায়, কলিকাতা সহরে প্রথম “আইস-হাউস” বা বরফ-ভাণ্ডার প্রতিষ্ঠিত হয়। তখন জাহাজে করিয়া বরফ আসিত—এবং একটা গুদামে জমা থাকিত। বরফের সের সময়ে সময়ে এক টাকা পৰ্য্যস্ত দাড়াইত । ১৮২৪ খ্ৰীষ্টাব্দে, তিনি হাইকোর্টের মধ্যে একটী “বার-লাইব্রেরী” প্রতিষ্ঠা করেন। ইহাই বর্তমান কালের, বিরাট বার-লাইব্রেরীর প্রথম স্বত্রপাত। ১৮৩৮ খৃষ্টাব্দে, মেটকাফহল নিৰ্ম্মিত হয় । এই ক্লার্ক সাহেবই, ইহার নিৰ্ম্মাণ কমিটির একজন প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান কার্য্যকারী ছিলেন। বর্তমান এসপ্লানেড ও ওল্ড পোষ্টাফিস স্ট্রীটের সন্ধিস্থলে, জার একটী বাট ছিল। “পঞ্চাশ” খ্ৰীষ্টাবের আমলে, এই বাটতে উইলিয়ম ম্যাকফারসন নামক একজন সাহেব বাস করিতেন । ইনি একজন নামজাদা ব্যারিষ্টার ও সেকালের সুগ্ৰীম-কোর্টের মাষ্টারের পদে অভিষিক্ত ছিলেন। ইহঁীর সহোদর