পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। Qむ কয়েকদিন ধরিয়া ক্রমাগতঃ যাত্রা করিয়া, অসংখ্যবাহিনী সমভিব্যাহারে ইব্রাহিম খাঁ মোগলের রাজধানী রাজমহলে উপনীত হন। পথক্লেশ দূর হইলে রাজমহল ত্যাগ করিয়া, তিনি সপ্তগ্রামাভিমুখে আসেন। সপ্তগ্রামে পৌছিয়া প্রণিধিগণ মুখে, তিনি সংবাদ পাইলেন—মুন্দরবন ও তৎসমীপস্থ স্থান—সমূহ নদী-সংকুল, সুতরাং এ ক্ষেত্রে নৌকাপথে সেনা লইয়া যাওয়াই ঠিক । মোগল সেনাপতি ইব্রাহিম খ, প্রচুর রসদ সমেত অসংখ্য সেনাপূর্ণ নৌকা লষ্টয়া, দক্ষিণাভিমুখে যাত্রা করিলেন। প্রতাপ প্রতিমুহূৰ্ত্তেই দিল্লী হইতে র্তাহার বিরুদ্ধে প্রেরিত, অভিযানের আশা করিতেছিলেন। ইব্রাহিম সপ্তগ্রাম ত্যাগ করিয়া দক্ষিণাভিমুখে অগ্রসর হইতেছেন শুনিয়া, তিনি সৈন্যদিগকে প্রস্তুত হইতে বলিলেন। ইব্রাহিমের আসিবার পথেই প্রতাপের মাতলা-দুর্গ। প্রতাপ, এই দুর্গকে সবল সৈন্যপূর্ণ করিয়া, অতি সুদৃঢ় ভাবে মুরক্ষিত করিলেন। সঙ্গে সঙ্গে রায়গড় দুর্গও সুরক্ষিত হইল। * sعد পথিমধ্যে, ইব্রাহিম খাঁ। সৰ্ব্বপ্রথমে রায়গড়-দুর্গ অবরোধ করিলেন, কিন্তু এ অবরোধের ফল বড়ই শোচনীয় হইল! প্রতাপের যুদ্ধনীতি-জ্ঞান, ইব্রাহিম খার রায়গড় আক্রমণ বিফল করিয়া দিল । বল-দপিত মোগল-সৈন্য, যেরূপ ভাবে রায়গড়ের উপুর গোলাবর্ষণ করিতে লাগিল, প্রতাপের সৈন্যেরাও সেইরূপে মোগলদিগের উপর গোলাবর্ষণ করিয়া সেনাক্ষয় করিতে লাগিল । প্রতাপ ইতিপূৰ্ব্বে রায়গড় অবরোধের সংবাদ পাইয়া, স্বৰ্য্যকাস্ত প্রভৃতি কয়েকজন প্রসিদ্ধ সেনাপতিকে, মোগল-সেনার পাশ্বদেশ আক্রমণের জন্য নিযুক্ত করেন। সূৰ্য্যকান্ত, বহুক্ষণ যুদ্ধের পর, মোগলশিবিরে আগুণ লাগাইয়া দেন। বায়ুবশে এই অগ্নি-শিখার জ্যোতিঃ, চারিদিকে পরিব্যাপ্ত হইলে, স্বৰ্য্যকাস্ত মোগলদিগকে স্পষ্টরূপে চিনিতে পারিয়া, ঘোরতর রূপে আক্রমণ করেন। এই আক্রমণে, মোগলসৈন্ত বিভীষিকা-গ্রস্ত হইল ! বৃথা লোকক্ষয় অপ্রয়োজন ভাবিয়া, সূৰ্য্যকান্ত সৈন্তসমেত মাতলায় প্রত্যাবৰ্ত্তন করিলেন। এ দিকে ইব্রাহিম-থাও রায়গড়ে বৃথা সৈন্তক্ষয় অবিবেচনার কার্য্য ভাবিয়া, তথায় অল্প সংখ্যক সেনা রাখিয়া, মাতলা-দুর্গ অবরোধ করিবার

  • এই রায়গড় দুর্গ কলিকাতার দক্ষিণে কোনও স্থানে ছিল । প্রতাপাদিত্যচরিত্নলেখক শাস্ত্রী মহাশয়ের মতে, এই রায়গড় বেহালা-বড়িষার সন্নিকটে। পূৰ্ব্বে বলিয়াছি, ே ও তৎসমীপবৰ্ত্তী স্থানগুলি রাজা বসন্তরায়ের জমিদারী-ভুক্ত হইয়াছিল।. প্রতাপের १छjभाषा ब्रांप्रभए मोमरषग्र अप्नक खणि धूtर्शग्न मांभ eनिप्ऊ *ांeब्बी दांब्र 1.