পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ আধ্যায়। tూసిసి কলিকাতাতেই থাকেন, অথচ এখানে বাস করেন না। এই ক্লাবের একজন প্রেসিডেন্ট, একজন ভাইস-প্রেসিডেন্ট ও একটী কাৰ্য্য-নিৰ্ব্বাহকসভা আছে। তাহারাই ভোট দ্বারা সদস্য বা মেম্বর নির্বাচন করিয়া থাকেন। বড়-লাট, প্রধান-সেনাপতি, কেন্সিলের-মেম্বর প্রভৃতি উচ্চপদস্থ রাজকৰ্ম্মচারিগণ, এই ক্লাবের সদস্য। এই ক্লাবের মধ্যে একট স্বাৎ পাঠাগার স্থাপিত আছে। তথায় ইউরোপের সর্বদেশের সকল ভাষার পত্রিকাগুলি সংগৃহীত হয় । আজকাল যেখানে ক্লবের প্রাসাদতুল্য বাট নিৰ্ম্মিত হইয়াছে, পূৰ্ব্বে তথায় আর একটা দ্বিতল বাট ছিল। এই বাটতে স্বনাম-খ্যাত লর্ড মেকলে, বহুদিন ধরিয়া বাস করিয়া গিয়াছেন।স্বনাম-খ্যাত প্রসিদ্ধ যোদ্ধা ও সেকালের জঙ্গীলাট, লর্ড কম্বরমিয়ারও বহুদিন এই বাটীতে বাস করিয়া গিয়াছেন। বেঙ্গল-ক্লাব সৰ্ব্বপ্রথমে ওল্ড-কোট-হাউসে, বৰ্ত্তমান নিউম্যান কোম্পানীর অধিকৃত বাটতে ছিল । তৎপরে ইহা ইলিসিয়াম রোডে, উঠিয়া যায়। বৰ্ত্তমানে ইছ চৌরঙ্গী রোডের উপর প্রতিষ্ঠিত ও নূতনভাবে নিৰ্ম্মিত। ইউনাইটেড-সাভিস-ক্লাব। এই ক্লব গৃহটা পার্কস্ট্রীটের মোড়ের উপর। বেঙ্গল-রুবে যেমন সিভিলসার্কিসভূক্ত রাজকৰ্শ্বচরিরা বাস করেন, এই ইউনাইটেড-সার্ভিস-ক্লবে, সেইরূপ মিলিটারি বা সেনাবিভাগভুক্ত বড় বড় রাজকৰ্ম্মচারির থাকেন । "বেঙ্গল-মিলিটারি-রুব” এই নামে, ১৮৪৫ খৃঃ অৰে ইহা প্রথম সংস্থাপিত হয়। সেনাবিভাগভুক্ত উচ্চ কৰ্ম্মচারিগণ ব্যতীত, সিবিল-বিভাগের জজ, মিলিটারি ও নৌসেনা বিভাগের পাদরীগণ, ইহার সদস্য হইতে পারেন। এখানেও বেঙ্গল-রুবের স্তায় “ব্যালট” বা ভোট দ্বারা, মেম্বর बिर्खाडि, হয়। তবে বড়-লাট, প্রধান-সেনাপতি, চিফ-জটিস ও কৌলিলের-সদস্য প্রভৃতি নিৰ্বাচন বিনা ভোটেই হইয়া থাকে। এই ক্লবের সদস্য হইতে হইলে, দেড় শত টাকা প্রবেশিক কি দিতে হয়। এতদ্ভিন্ন लांद्देहडप्रैो ব্যবহার করা ও বিলিয়ার্ড খেলার জন্য, স্বতন্ত্র মাসিক চাদার ব্যবস্থা আছে। ইহার সদস্য সংখ্যা ছয় শতের উপর। যাহার। স্থায়ীভাৰে এই ক্লব গৃহে বাস করেন, তাহাজের জন্য সুবিধাকর স্থান निर्किड़े কল্প। অাছে ।