পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । నed হেনরি হারিসন, আর, টি, গ্রিয়ার, স্যর চালর্স এলেন, জনারেবল বাৰু কৃষ্ণদাস পাল বাহাদুর প্রভৃতি স্বনামখ্যাত ব্যক্তিগণের মাম বিশেষভাবে উল্লেখ যোগ্য। এই কৃষ্ণদাস বাবুর পুত্র, অনারেবল রাধাচরণ পাল এখন কলিকাতা মিউনিসিপ্যালিটার একজন গণনীয় সদস্য। কাশ্মীরের ভূতপূৰ্ব্ব রাজমী, বাৰু নীলাম্বর মুখোপাধ্যায় বহুদিন ধরিয়া এই মিউনিসিপ্যালিটার ভাইস-চেয়ারম্যানের কাজ করিয়া আসিয়াছেন। বর্তমানে তিনি পেন্সন লইয়া অবসর সুখসম্ভোগ করিতেছেন । কলিকাতা মিউনিসিপ্যালিটীর প্রধানকীৰ্ত্তি—এই সৌন্দৰ্য্যশালিনী বৈজয়ন্তীতুল্য অট্টালিক পূর্ণ উজ্জ্বল আলোকমালা মণ্ডিত, এই কলিকাতা মহানগরী। স্যর &য়ার্ট হগ মার্কেট বা মিউনিসিপ্যাল-বাজার। কলিকাতাবাসী ইংরাজ-সম্প্রদায়ের ও দেশীয়দের ব্যৰহারের জন্ত, সৰ্ব্ববিধ দ্ৰব্যজগতপূর্ণ একটা আদর্শ বাজারের বড়ই অভাব ছিল। এজন্য একটা ১৮৬৬ খ্ৰী: অন্ধে একটি কমিটি সংগঠিত হয়। এই কমিটি পুরাতন “ফেনউইক" বাজারটি ক্রয় করিয়া তাহার অধিকৃত স্থানে, একটি নূতন বাজার নির্মাণ করিবার সংকল্প করেন। ১৮৭৪ খৃঃ অবো, এই নব সংকল্পিত বাজারের নিৰ্ম্মাণ কাৰ্য্য শেষ হয়। জমীর মূল্য ও এই বাজারের গৃহাদি নিৰ্ম্মাণের জন্য, ছয় লক্ষ পয়ষটি হাজার টাকা ব্যয় হইয়াছিল। ইহার পর হইত্তে বর্তমান সময় পৰ্য্যস্ত, এই বাজারের নানাবিধ সৌষ্ঠব বৃদ্ধি হইয়াছে এবং তৎসঙ্গে আয় এবং উন্নতি সম্পাদিত হইয়াছে। নূতন জমী ক্রয় করিয়া আরও কয়েকটি সুপ্রশস্ত ও সুদীর্ঘ বিপণী গৃহ নিৰ্ম্মিত হইয়াছে। এই বাজারে একটি ক্লক-টাওয়ার বা ঘন্টাঘর আছে। ধরিতে - গেলে, এই বাজারটি কলিকাতা সহরের আদর্শ বাজার। সভ্য সমাজের প্রয়োজনীয় ও ব্যবহার্য্য সমস্ত দ্রব্যাদি এখানে পাওয়া যায়। ধৰ্ম্মতলা-স্ট্রীটের মোড়ে, ধৰ্ম্মতলায় বাজার বলিয়া আর একটি বাজার ছিল। ইহার অধিকারী ছিলেন–বাৰু হীরালাল শীল। প্রথম প্রথম এই বাজারের জন্য, মিউনিসিপ্যাল-মার্কেটের ऐइलिब्र ऋष यज्रहे यांशी श्रृंद्दछु । ५ङछ छाँडैन-श्रय-नि-निनशं★-नांउ शक টীকা ব্যয়ে, ধৰ্ম্মতলার এই পুরাতন বাজারটি ক্রয় করিয়া লয়েন। বর্তমাৱে এই মিউনিসিপ্যাল মার্কেটের অবস্থা অতি উন্নত। সন্ধার পর ইহাৰ आप्लाएकोच्षण भूठिं वज्रहे नब्रम क्लक्षिरुद्र । थान बांखांब्र शफ़ा, हेशब পার্শ্ববর্তী স্থান সমূহে, প্রভাতে ও সন্ধ্যার সময়, শাক-শবঙ্গীর বাজার বলিয়া