পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిa 8 কলিকাতা সেকালের ও একালের । থাকে। সৰ্ব্ব শ্রেণীর লোকেই এই বাজার হইতে জিনিস পত্রাদি ক্রয় করেন । বিলাতের সুপ্রসিদ্ধ গ্রন্থকার রুডইয়ার্ড কিপলিং উহার The City of the dreadful Nights atus osco, orth of 355 嶺 বিবরণ দিয়াছেন । সেনেট হাউস ও ইউনিভার্সিট। শিক্ষিত-সমাজকে কলিকাতা "ইউনিভার্সিটির স্থান নির্দেশ করিয়া দেখান নিম্প্রয়োজন। কলেজ-স্ত্রীটে গোলদীঘির সম্মুখে, এই প্রাসাদতুল্য “সেনেট-হাউস” পবিত্র দেব-মন্দিরের স্তায় বর্তমান । ১৮৭৩ খ্ৰীঃ অকে এই বাটির প্রাণপ্রতিষ্ঠা হয়। ইহার বাহিরে মুন্দর কারুকার্য্যময় সুবৃহৎ স্তম্ভরাজি, তন্নিম্নে প্রশস্ত অধিরোহণী শ্রেণী। এই সিড়িগুলি অতিক্রম করিলেই, প্রবেশ পথের দালানের উপর স্বগীয় প্রসন্নকুমার ঠাকুরের একট প্রস্তর মূৰ্ত্তি পরিদৃষ্ট হয়। প্রসন্নকুমার ঠাকুর, ইউনিভার্সিটির হন্তে অনেক টাকা দিয়া যান, এবং তাহা হইতে Tagore Law Professorship বৃত্তি দেওয়া হয়। ভিতরের হলটির দৈর্ঘ্য ২০০ ফিট, বিস্তার ৬০ ফিট। এই হলের দুই পাশ্বে দুইটি দালান। এ দালান ২• ফিট প্রশস্ত। ইহার মধ্যে বহুবিধ পুস্তকপূর্ণ একটি ইউনিভার্সিটিলাইব্রেরী ছিল। বৰ্ত্তমানে, সেনেট-হাউসের সীমা সরহদের প্রচুর বিস্তৃতি ঘটায়, এবং ইউনিভার্সিটি ল-কলেজ এবং হাডিং-হোষ্টেল ও একটা লাইব্রেরী গৃহ নিৰ্ম্মিত হওয়ায়, এই সেনেট-হাউসের সীমানা ও পরিসর বহুদূর ব্যাপী। মহারাজ দারবঙ্গেশ্বর, ইউনিভার্সিট লাইব্রেরীর জষ্ঠ প্রচুর মুদ্রা দান করিয়াছেন। এই সেনেট হলের মধ্যে, অনেকগুলি অৰ্দ্ধকায় প্রস্তরমূৰ্ত্তি বা Bust আছে। প্রথম মুর্ক্সিট উড রে সাহেবের। মিঃ হেনরি উড রে প্রথমে লী-মাটিনিয়ার কলেজের অধ্যাপক ছিলেন । পরে গবর্ণমেন্টের চাকুরীতে প্রবেশ করেন। ভবিষ্যতে, ইনি স্কুলইনস্পেক্টার ও তৎপরে ডাইরেক্টার-অব-পাবলিক-ইনষ্ট্রক্সান পদে নিযুক্ত হন। দ্বিতীয় মূৰ্ত্তি—জেমস সক্লিফ (এম, এ) সাহেবের। সক্লিফ সাহেৰ, ২১ বৎসরকাল প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপ্যাল ছিলেন। ইনি ১২ বৎসর কাল ধরিয়া ইউনিভার্সিটর রেজিষ্ট্রারের কাজ করেন। উাছার জীবনের শেষ দুই বৎসরকাল, তিনি শিক্ষাবিভাগের বড়-কৰ্ত্তার পদে নিযুক্ত হন। তৃতীয় মুৰ্বিটী—স্যর সিসিল বিডন কে, সি, এস, আই, মহোদরের। ইনি