পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెసిసి কলিকাতা সেকালের ও একালের । প্রভৃতির একটী বিস্তৃত বিবরণ প্রদান করিয়া, কয়েকখানি পুস্তক লিখিয়াছেন । এই সকল পুস্তক অবলম্বন করিয়া শ্রীরামপুরের পরলোকগত সিভিল ztván, strētā BITTšțR WG Materia Medica of the Hindus Fify দিয়া একখানি পুস্তক রচনা করেন। পরবর্তীকালে, ফৌজদারী-বালাখানার ' প্রসিদ্ধ কবিরাজ, স্বীয় বিনোদলাল সেন মহাশয় ইহার একটা সংস্করণ প্রকাশ করেন। এই রাজকীয়-উদ্যানের সৌন্দর্য্য চক্ষে না দেখিলে বুঝাইবার যো নাই। আশি বৎসর পূৰ্ব্বে, স্বনামখ্যাত বিশপ হিবার, তৎকালীন গবর্ণরজেনারেল লর্ড আমহাষ্ট্রের সহিত এই উদ্যান দেথিতে গিয়াছিলেন, তিনি afrotron—“It is not only curious but a picturesque and most beautiful scene and more perfectly answers Milton's idea of Paradise, except that it is on a deadflat instead of a hill than anything evel saw. Kénita się stattta অনেক উন্নতি হইয়াছে ও তাহ দেখিবার জিনিস । ইডেন গার্ডেন । লর্ড অকল্যাণ্ডের শাসনকালে এই বাগানের প্রাণপ্রতিষ্ঠা হয়। র্তাহার ভগিনীদ্বয় মিসেস ইডেন, এই বাগানের প্রাণপ্রতিষ্ঠা করেন। কলিকাতার সন্ত্রান্ত-সম্প্রদায় এবং পদস্থ ইংরাজগণ প্রতিদিনই এই রমণীয় উদ্যানে সান্ধ্য-ভ্রমণে আসেন । জব চার্ণকের কলিকাতা প্রতিষ্ঠার পর, লালদীঘিই ইংরাজদের প্রথম সান্ধ্যভ্রমণ স্থানরূপে নিৰ্ব্বাচিত হয়। তারপর বাগবাজারের পেরিংস-উদ্যান । মারহাট্ট-ডিচ বুজাইয়। ফেলিয়া, সার্কিউলার রোডের প্রাণপ্রতিষ্ঠা হইলে, লর্ড ওয়েলেসলির ও তৎপরবর্তী আমলে এই প্রশস্ত সার্কিউলার রোডই কলিকতাবাসিগণের রমণীয় ভ্রমণস্থান রূপে বিবেচিত হইত। তাহার পর লর্ড অক্ল্যাণ্ডের আমলে জাহ্নবীতীরে এই মুন্দর রমোদ্যানের প্রাণ প্রতিষ্ঠা হইলে, এই ইডেন গার্ডেনই সাধারণের ভ্রমণোদ্যানে পরিণত হয়। এতন্মধ্যস্থ কৃত্রিম হ্রদ ও বশ্বিল্প-প্যাগোডা সুন্দর ভ্রমণ ক্ষেত্রগুলি দেখিলে অশান্ত প্রাণেও একটা শাস্তি আসে। এই ৰশ্বিজ প্যাগোডা ১৮৫৪ খ্ৰীঃ অন্ধে বর্ধার যুদ্ধের বিজয় চিহ্নরূপে প্রোম হইতে ইংরাজ বাহাদুর কলিকাতায় লইয়া আসেন। সন্ধ্যার পর এই উদ্যানের বৈদ্যুতিক-জালোক-শোভিত মুঞ্জি, নক্ষনের শোভা বিকাশ করে।