পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । ఫె\రి) কবিরাজদের মধ্যে দ্বারকানাথই সৰ্ব্বপ্রথমে গবর্ণমেণ্টের নিকট এই উপাধি লাভ করিয়াছিলেন। ১৯০৯ খৃঃ অব্দে দ্বারকানাথের মৃত্যু হয় । - কালীঘাট মন্দির । কালীঘাট-প্রসঙ্গে আমরা এই শক্তিপীঠ সম্বন্ধে অনুেক কথাই বলিয়াছি। বর্তমান কালীমন্দির, নবাবী আমলের শেষভাগে নিৰ্ম্মিত। কামদেব ব্ৰহ্মচারী, যিনি মহারাজ মানসিংহের গুরু ছিলেন ও বড়িশার সাবর্ণগণের আদিপুরুষ, তাহার সময়েই এই কালীঘাটের কথা সাধারণ্যে বিশেষভাবে প্রচারিত হয় । প্রবাদ এই, যশোরাধিপতি প্রতাপাদিত্যের খুল্লতাত রাজ বসন্তরায়, কালীর জন্য সেবায়েত বন্দোবস্ত ও একট ক্ষুদ্র মন্দির নিৰ্ম্মাণ করিয়া দেন। তখন এই স্থান ভীষণ বন জঙ্গল-পরিপূর্ণ ছিল। বসন্তরায়ের নিয়োজিত কালীর সেবায়েত, ভুবনেশ্বর চক্ৰবৰ্ত্তীর দৌহিত্র-বংশ বর্তমান হালদার মহাশয়গণ । বর্তমান মন্দির নিৰ্ম্মাণ সম্বন্ধে, যে সকল কিম্বদন্তী আছে, তাহ আমরা পূৰ্ব্বে বলিয়াছি। ১৮৭৯ খৃঃ অব্দে, বৰ্ত্তমান মন্দির নিৰ্ম্মিত হয়। ধরিতে গেলে, এই মন্দিরটা একশত পণচ বৎসর হইয়াছে। কালীক্ষেত্র-রক্ষক ভৈরব নকুলেশ্বর আগে এক পর্ণকুটীরের মধ্যে থাকিতেন । ১৮৫৪ খৃঃ অব্দে তীরসিং বলিয়া একজন পঞ্জাবী, বর্তমান মন্দির নির্মাণ করিয়া দেন। দুর্গাপূজার_কয়দিন, নীলষষ্ঠ,_চড়ক, শিবরাত্রি ও কালীপূজা উপলক্ষে এবং যোগ ও গ্রহণের_দিনে এই শক্তিপীঠ মহাতীৰকালীঘাটের জনতা হয়। v’ সিদ্ধেশ্বরী মন্দির অপর চিৎপুর রোডে—বাগবাজার পল্লীতে এই সিদ্ধেশ্বরীর মন্দির প্রতিষ্ঠিত। এখনও স্বপ্রশস্ত চিৎপুর-রোডের পাশে মন্দিরটা প্রতিষ্ঠিত দেখ} যায়। কিন্তু এরূপ জনপ্রবাদ আছে—পুরাকালে জাহ্নবী এই পথ পর্য্যন্তু প্রবাহিত ছিলেন। বাগবাজারের মদনমোহন স্থাপিত হইবার বহুপূৰ্ব্বে, पिहे निप्कोत्र भनिन्न दर्डशन छिन। हे भनिु अडि ‘ताकोरण-अर्षी६ পলাশ-আমলের পরও, নরবলি হইব। গিয়াছে' এরূপ প্রমাণ, সেকালের annotab হইতে আমরা পূর্বে উদ্ধত করিয়া দেখাইয়াছি। এক ann, ই বাদ" প্রতিষ্ঠিত করেন। পরবর্তীকালে কুমারটুলির anana নিনের বংশধর, বাৰু অভয়চরণ মিত্র বর্তমান দেবস্থানটা নির্বাণ