পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏy কলিকুতুহল । বিপ্র । সে কেমন ! আমার বাল্য চেষ্টা তোমরা কি দেখিলা ? ' ব্রাহ্ম । তোমাদিগের সকলই বাল্যচেষ্টা, দেখ বাল্যকালে যে প্রকার পুত্তলিক লইয়া ক্রীড়া ও জলকেলিপ্রভৃতি করিয়াছিল। এখনও যে আবার তাহাই করিতেছ । তোমরা যাহাকে স্বয়ং নিৰ্ম্মাণ করিয়াছ তাহাকেই বিশ্বনিৰ্ম্মাতা কহিতেছ ও যাহার স্ত্রাণশক্তি মাই তাহকে ধপাদির আস্ত্রাণ দিতেছ, এবং ষে খাইতে পারে না তাছাকে নৈবেদ্য সমর্পণ করিতেছ। ভাল, তোমাদিগের এই সকল করিতে কি সভ্য সমাজে লজ্জা হয় না ? বিপ্র । সভা কে? তোমরা ? না, খ্ৰীষ্টীয়ানের ? যদি তোমরা আবহমানকােলাবধি আর্যাপরম্পরাগত বর্ণ . শ্রম ধৰ্ম্ম কৰ্ম্ম ত্যাগ করত সভ্য হইয়া ভদ্রসমাজে লজ্জিত না হও তবে আমরা কি তোমাদিগকে লজ্জা করিতে পারি? দেখ, এই পৃথিবীতে যে সকল লোক আছে তাহারমধ্যে কিকেহ কখন শৃগাল কুক্করপ্রভৃতিকে লজ্জা করিয়াথাকে ? আমরা যাহাকে স্বয়ং নিৰ্ম্মাণ করি তাহাকে বিশ্বনিৰ্ম্মাতা বলি ও বাহার ঘ্রাণশক্তি নাই তাহাকে আঘ্ৰেয় বস্তু প্রদান করি ও যে খাইতে পারে না তাহাকে নৈবেদ্য সমর্পণ করিয়াথাকি বটে, কিন্তু তোমরা যে নিক্রিয় তাহাকে জগৎকৰ্ত্ত ও ষে নিগুণ তাঙ্গাকে সৰ্ব্বশক্তিমান এবং যাহার ইন্দ্রিয় নাই