পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wo কলিকুতুহল। শোক দুঃখ সন্তাপে পাইবে পরাভব ৷ দয়াশূন্য দুরাচার দাম্ভিক দুৰ্জ্জন । ক্ষুধা তৃষ্ণ ভয়োদ্বেগে হইবে মগন ক্ষুদ্রভৃষ্টি বিত্তহীন কামী ক্রিয়াঙ্কত। নানা দুঃখভাগী হবে লেঙাগ্যবশতঃ ৷ বিপ্রগণ বেদপথ তেজি আনাপদে বিহরিবে শিশ্নোদর ভরণ আমোদে ॥ না করিবে বিধিমত ধৰ্ম্ম-আচরণ । শুদ্রসেবী হইবে কলিতে দ্বিজগণ ॥ মদ্য মাংসলোভে কেহ২ বামপথে । প্রবিষ্ট হইবে তন্ত্রবধু অভি. মতে। পাষণ্ড ধৰ্ম্মেতে সবে হয়ে অন্নকুল। সনাতন বেদশাখি নাশিবে সমূল ॥ দম্ভে শূদ্র অধ্যয়ন করিৰেক বেদ । ব্ৰহ্মজ্ঞানী হইবেক অঞ্চলতনিৰ্ব্বেদ ৷ রাজন্য জঘন্যস্তৃত্তি অবলম্ব করি । কলিতে শূদ্রের প্রায় হবে যুদ্ধে ডরি । বৈশ কূটবাণিজ্য করবে আচরণ। গবা লাক্ষ লবণ বেচিবে বিপ্রগণ ॥ তপfম্বর বেশ উপজীবী শূদ্র হবে । নিজে অধাৰ্ম্মিক কিন্তু অন্যে ধৰ্ম্ম কবে । নিজে শুদ্ধ মানি দ্বিজে তেজিবে অfদর । আপনি হইবে দশম প্রতিগ্রস্থ পর ৷ সেই ধন্য কলিতে যাঙ্গার রবে ধন । ধনির আচার গুণ পূজিবেক জন ॥ ধৰ্ম্ম নলয় ব্যবস্থাতে ছেভুমাত্র বল । দাম্পত্যেতে অভিরুচি কারণ কেবল ॥ আশ্রমের চিহ্ন ব্যবহারমাত্র হবে । বিপ্রের বিপ্রতা শুদ্ধ যজ্ঞ স্বত্রে রবে। যে জন বাচাল বড় সে হবে পণ্ডিত । সেই সে কুইবে সাধু দম্ভে ষে মণ্ডিত ॥ স্নানমাত্র