3b९ কলিকুতুহল। যছু। বাল্যকালাবধি যারা, কুসংসর্গে যায় জ্বারা, মারার কখন চারা নাই । অতএব সবে তারা, ত্যেজে হরি কালী তার, বাইবেলে বাড়ায়েছে বাই। কেহ বলে সব মিছা, কেন জুজু সাপ বিছা, ভেবে২ আতঙ্গেতে মরি। কারু শাস্ত্র কিছু নয়, কেবল ভাড়ামিময়, দেখিয়াছি সুবিচার করি । যাহাতে বিনাশে ক্লেশ, সেই মাত্র উপদেশ, গ্রহণ করিব সৰ্ব্বস্থানে । প্রাকৃতিক সুনিয়ম, করিব না অতিক্রম, বৈধ বৈধ বলি কেব। মানে ॥ যে কেহ ঈশ্বর আছে, কৃতজ্ঞতা তার কাছে, স্বীকার করিব কালেই । দেখিতেছি ইহা বই, আর কিছু সত্য কই, বদ্ধ হই কেন ভ্রমজালে ৷ এইৰূপ কত জনা, করি মনে বিবেচনা, সৰ্ব্বধৰ্ম্মে দিয়; জলাঞ্জলি । বাথানিয়া গাৰীপ্রায়; যাহা পায় তাই খায়, ধন্যই ধন্য ঘোর কলি । কোঙ্ক বেঙ্ক ভূপতির, সভাৰূপ বিটপির, স্কন্দ শাখা হয় এসকল । এলাগি তাহার চিতে, বিধবাবিবাহদিতে, যে বাসন আছিল প্রবল ঘ্ন তাহা করিতে সাধন, ঈশ্বরের আকুঞ্চন, হইয়া উঠিল নিজমনে । যা হবার তাই হোক, যে ষা কবে সে তা কেক, ৰিধবার বাচুক জীবনে ॥ আছা মরি কি কারুণ্য, কিবা নিষ্ঠুরতা শুন্য, ঈশ্বরের অগাধ আশয়। নতুবা কি এসময়ে, পরস্তুঃখে দুঃখি হয়ে, কেহ কভু সমুদযুক্ত হয় । পুরাণে করি শ্রবণ, পূৰ্ব্বে স্বরাক্ষরগণ, সুমন্থন
পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।