পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল। - ১১৩ করিয়া সাগর। পেয়েছিল নানা রত্ন, বিফল কি. হয় যত্ন, ঈশ্বরেচ্ছ। নন্থে বিনস্বর ৷ শুনি আৰোধের ঠাই, কলিতে ঈশ্বর নাই, হরি হরি একি সৰ্ব্বনাশ । যার অাছে,এসন্দেহ, এখন দেখিলে সেহ, প্রত্যক্ষেতে পাইবে বিশ্বাস ॥ আবাল বিধবা খারা, মরি২ কত তারা, ক্লেশ সহে পতির বিরহে । সদা ভাবে ঈশ্বর, এমন্ত্রণ ঘোরতর, ঘুচাও নতুবা প্রাণ দহে । যদি প্ৰভু রোতে খাতে, প্রাণ বঁাচে যাতে তাতে, তৰুতে না হয় বাঞ্ছাপুর্ণ। দৈবে হৈলে তাতে ফল, সেফলে না ফলে ফল, অবিফল কর আসি তূর্ণ বুঝি এই অনুরোধে, করুণা কৰ্ত্তব্যবোধে, তাসবার স্বপক্ষে ঈশ্বর । বিবাহ দিতে আবার, করেছেন তাঙ্গীকার, অনুভবে জেনেছি অন্তর। সেইতে ব্যবস্থা পত্র, দেখিতেছি ষত্র তত্র, পাত্রাপাত্ৰ সকলের স্থানে । যেন নবগোরাগণ, যীশুপ্রেম বিতরণ, কালে যোগ্যযোগ্য নাহি মানে । ষারে দেখে নিজকাছে, ধর বলি প্রেম যাচে, অদভুতগৌরাঙ্গ চরিত। তেন বিধবা বিবাহ, করিবারে সুনিৰ্ব্বাহ, তরঙ্গ উঠেছে আচম্বিত। হাটে ঘাটে যথা তথা, শুনি মাত্র সেই কথা, নব্যানবা পতিহীনাগণ আহ্বাদে উন্মত্তাপ্রায়, যারে অগ্ৰে দেখা পায়, তারে গিয়া করে জিজ্ঞাসন ॥