পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল । " q হইবেক অঙ্গপ্রসাধন । লাবণ্যে কেবল কেশ করিবে ধারণ ॥ দূরে বারি আনয়ন তীর্থ যাত্র হবে। উদর ভরণমাত্রে স্বার্থ জ্ঞান রবে। কুটুম্ব পালনমাত্র ক্ষমতার সীমা। সত্যেতে কেবল ধার্ষ্য ধনেতে গরিমা ! পতি জায়া-প্রীতিহেতু রতিনিপুনতা। বিত্তব্যয় বিহীনের ন্যায়ে দুৰ্ব্বলতা ; পুরুষসকল হবে রমণীর বশ । তাদিগে ভূষণদান মানিবে মুযশঃ ॥ নির্ধন পতিরে ত্যাগ করিবে কামিনী । পরনিন্দ রত লোক দিবস যামিনী ॥ অকারণে কলহ করিবে বন্ধুসনে । কলিতে কাকিনী জন্যে মরিবে জীবনে । পিতা মাতা সেবা সবে দুরেতে তেজিবে স্বরত সম্বন্ধিগণ বান্ধব হইবে ॥ কলিতে তেজিবে দেবপ্রতিমাপূজন। অতিথি শুশ্রুষা নাহি করিবেক জন । গৃহে২ কুলটা হইবে কলিফলে। যার উপাৰ্জ্জনজীবী হইবে সকলে ॥ সুরত হইবে পরমার্থের সাধন । পাষণ্ডে করিবে বেদপথ বিনিন্দন ॥ পশু পিশাচের সম করিবে আচার। স্বজাতি বিজ্ঞাতি কিছু নারবে বিচার। তাহে রাজাগণ সব হবে স্লেচ্ছপ্রায়। গোবিপ্রদেবতাদ্রোহী যারা সমুদায় । ছলে বলে পরধন করিবে হরণ । করপীড়া ভয়ে প্রজা প্রবেশিবে বন ॥ আহার বিহার বাস ভুষণ ভাষণ । মেছপ্রায় সকলে করিবে আচরণ। শুষ্ক তর্ক হেতুবাদে বেদবত্মছাড়ি ৷ হইবে উৎপথগামী এই বর্ণ চারি। এইৰূপ