পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল । 'אלג জানে কোন জন ॥ জঠর কঠোর শরুপম ধরে পাছে! অধিকন্তু মনেই এই ভয় অাছে। বিধি বিধবার দেখি এসব দুৰ্গতি বুঝি বিবাহের ৰিধি গড়েছে সম্প্রতি ॥ দেখ বাকি ফুটিয়াছে পরিণয় ফুল । নহিলে ঈশ্বর কেন হবে অনুকুল ॥ ধীর বলে ওলে। হিরা কি ভেবেছ চিতে হবে না বিবাহ দেশে পণ্ডিত থাকিতে ॥ ব্ৰাহ্মণ পণ্ডিতগুলা হয়েছে বালাই । তার বলে বিধবার বিয়া শাস্ত্রে নাই ॥ হয় নয় কেবা জানে লোকমুখে শুনি । বিধবার বিয়া লেখে পরাশর মুনি। সে মুনির মনঃ ভাল জানি রীতি তার ৷ কৈবৰ্ত্ত-কন্যারে যেই করেছে উদ্ধার ॥ বশিষ্ঠের পুত্র সেই বেশ্য মাতা তার । সে কেন কবে না বিয়া দিতে বিধবার। ইহার তনয় ব্যাস সেও ভাল হয় _ ভ্রাতৃবধুসঙ্গে যার আছিল প্রণয়। বিধবাবিবাহ সেকি নিষেধিতে পারে। তবে কেন ভগুগুল মিছা মাথা নাড়ে ॥ গুণনিধি কহে কেন ভাব রামাগণ । বাঞ্ছাসিদ্ধি হবে কিছু কর বিলম্বন।