কলিকুতুহল। $> অভিমত, নৃপতি বিধিমত, আদর করি। পাইয়। শুভক্ষণ, তাহাতে আরোহণ, করি সে রাজন, ধনুক ধরি ॥ তখন সেনাসব, বিরোধিমুভৈরব, করিয়া ঘোর রব, সঙ্গেতে চলে। আগেতে অগণন, প্রমত্ত করিগণ, করিতেছে গমন, স্বদলে দলে। চড়িয়া অশ্ববরে, মনের মোদভরে, চলিল থরেই সেনানীগণ । রথেতে আরোহিয়া, কেহ বা সুখিহিয়া, চলিছে সে ধাইয়া, কতেক জন। সৈন্যের কোলাহল, ব্যাপিল ধরাতল, তাহাতে অবিকল, বাজিছে ভেরি। পটহ পরিকর, দামামা সুদগড়, বাজিছে ঘোরতর, সমর র্টেরী ॥ সাহিনী সুসারঙ্গ, মৃদঙ্গ অনুষঙ্গ, পাইয়। সে মোচঙ্গ, প্রভূতি বাজে । যাহার নাদভরে, আবরি দিগন্তরে, প্রলয় জলধরে, ফেলয়ে লাজে ॥ ষেদিগে নরপতি, লইয়া সেনাততি, করেন সমাগতি, বিজয় আশে সেদিগে নৃপগণ, ভয়তে নিমগন, দ্বিজ শ্ৰীনারায়ণ, হরিষে ভাষে ॥ অথ কলির সঙ্কিত রাজার সাক্ষাং । পয়ার । , এই মতে চতুরঙ্গ বল সঙ্গে লয়ে। দিগ্বিজয়ে যান রাজা উৎকণ্ঠিত হয়ে । সপ্ত অক্ষৌহিণী সৈন্য ।
পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।