পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ কলিকুতুহল । তাহার বিরহ বল কিসে সহ্য হয়। ভারতে হইলে অস্ত কৃষ্ণপ্রভাকর। আগত হইল কলি নিশ ঘোরতর। গাবী বৃষ দোছে করে আলাপ এৰূপ । হেনকালে তথা উপস্থিত কলিভূপ। ৰূপ বেশধারী শূদ্র মহাদণ্ড করে । ধৰুৰ্ম্মরে প্রহার করে তাসি বেগ ভরে। পদাঘাতে ধরণীরে করিল কাতরা । ভয়ে অপমানে সশঙ্কিত ধৰ্ম্ম ধর । এ শ্ৰীনারায়ণ চট্টরাজ দ্বিজ কয় | হুইবে কলির শাস্তি তেজ মনে ভয় ॥ অথ রাজাকর্তৃক কলির লিগ্রহ ! দুরে থাকি দৃষ্টি করিলেন নররায়। ৰূপ বেশধারী এক জন শুদ্রপ্রায় দণ্ডেতে দণ্ডিছে বৃন্ত্ৰৰূপী ধৰ্ম্মপ্রতি । পদাঘাতে পৃথিবীর করিছে ছুগুতি । ক্রোধেৰ্তে কম্পিত তাহে লুপ কলেবর । আরোপণ করিয়া কার্বুকে তীক্ষ শর। রথে থাকি জিজ্ঞাসা করেন কলিরাজে। কেরে ছুষ্টমতি তুই মম রাজ্য মাঝে ॥ ধরিয়া নৃপের বেশ করিস্থ কুর্নীতি। ভাবে নীচ বোধ হয় হেরি তোর রীতি। ওরে মুঢ়মতি অতি পামর স্বভাব। গেমিথুনপ্রতি দণ্ড করা একি ভাৰ । কৃষ্ণসহ গাণ্ডিবী তেজেছে ধরাতল । তাই বুঝি হইয়াছে এত তোর বল। ওহে বৃষ কেন তবপ্রতি