SR কলিকুতুহল। ব্যাপ্ত প্রায় হইল এ অবনীমণ্ডল অদ্যাপি নেপাল ভোট বৰ্ম্ম চীনদেশে লঙ্কাআদি দেশ ধ; পিয়াছে সুবিশেষে । এ শ্ৰীনারায়ণ কহে ভাবি ভগবান ! এ ধম কলির বন্ধ হইবে কল্যাণ ॥ অথ মহাদেবের কম্পিত আগম প্রকাশ !
- +
ত্ৰিপদী , যখন এ ধরাতলে, ব্যাপিল বেন্ধের দলে, সঞ্চলে তেজিল বেদ পথ । সেইকালে ঐমত্নেশ, কুলধৰ্ম্ম উপদেশ, প্রদানে বরিল অভিমত । দ্বিতীয় শঙ্করবেশে, প্রলেশিয়া পুণ্ডু দেশে, বহু স্তন্তু লইয় সঙ্গেতে সম্ভ বচ্চ শিষ্যগণ, স্থলে ২ পয্যটম, করিয়! বেড়ান স্বরঙ্গেতে কহেন সবার প্রতি, তেজ সলে এ দুৰ্ম্মতি, পরলোক গতি চিন্ত কর । কেন মিছ বৌদ্ধমতে, ভ্ৰমিছ সদা কুপথে, শুদ্ধভাবে শিব অজ্ঞ। ধর । বিবেচিয় দেখ তাক্ট, কে বলে ঈশ্বর নাই, মহামায়া জগত-জননী । সে বিচারে নাহি কাষ, মম বাক্য হৃদি মার্ক, রাখ যদি দেখাব এখনি ৷ যদি মহামন্ত্র তার, জপো হয়ে বীরাচার, তবে কিছু অপেক্ষ না রবে। পাবে চতুৰ্ব্বৰ্গফল, যাবে সন্দেছ সকল, অনায়াসে সুখলাভ হবে । মারণোচ্চাটন