পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল ৩৭ কারণ সেবিবে সৰ্ব্বক্ষণ । অকারণে বৃথা কাল অযোগ্য যাপন । পিয়েই পুনঃ পিয়ে ভূতলে পড়িবে। উঠি পুনঃ পিয়ে মদ্য জন্ম না হইবে। এইৰূপে বহুতর উপদেশ করি। কুলধৰ্ম্ম প্রকাশিল ভুবন ভিতরি । মদ্যমাংসলোভে কেহ মৈথুনলালসে। সকলে ভাসিল কুলাচার মহারসে বেদপথে বড কেহ না করে আদর । আগম মোহেতে মুগ্ধ হৈল বস্থ নর । ক্রমেই কলিস্থান হইল বিপুল । বিনাশিল কলির মনের দুঃখ শূল। এ শ্ৰীনারায়ণ কহে দৈব বল যার । সংসারে আলভ্য কিবা থ; কয়ে ত হার } অথ কোলধৰ্ম্মরক্ষার্থ কলির দ্বিতায় মন্ত্রণ ও প্রথম দিগ্বিজয়ার্থ কন্দপের প্রতি অনুজ্ঞা । পয়ার । এইৰূপে বৌদ্ধ বাম মার্গে ধরাতল । যখন হইল ব্যাপ্ত প্রায় এসকল লোকসব বেদপথে হুইল বিরত। তেজিল স্বকুল অগ্নি অগ্নিহোত্রি যত । বৃথা হিংসা বৃধ পান করে নিরস্তর। দূর কৰ্ম্মে ক্রিয়া বান্ হৈল বস্থ নর। নিজ পর নারী কিছু না করে বিচার । যাতে তাতে হয় রত হয়ে বামাচার ॥ ' शू