পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল । 8 ○ ভদ্ধ জগন্ধৰ্ম্ম বেণু বীণ স্বমঙ্গল শর আকর্ষণে শ্রান্ত আছিল মদন পুষ্পনীরে সৈন্য তারে করিল সিঞ্চন। দোষদৃষ্টি মুগ্ধভাব তবে পরিহরি। এক পলাইল পরে অনুতাপ করি। পরে সে সমরজয়ী দুর্দান্ত মদন । বিবেকে করিছে প্রতিস্থানে অন্বেষণ । তাহাতে শঙ্কট ভাবি বিবেক সুমতি । বঙ্গরাজ্য তেজিয়া পলায়, দ্রুতগতি । দ্বিজ কহে মনসিজ হয়ে অনুকুল। কলিরে অকুল চিন্তাৰ্ণবে দিল কুল ৷ অথ বসন্ত আগমনে কামিনীদিগের কামোদ্ভব। দীর্ঘ চতুষ্পদী । নৰখাতু আগমন, হেরিয়া অবলাগণ, কামে হয়ে অচেতন, বলে একি দায় গো ! সখি গো কি হোলো বল, ৱসন্ত কি অব এলো, মদন মরে না মোলোঁ, সে কি পুনরায় গে। ঐ দেখ বনেই, ফুটিল কুসুমগণে, সদা মলয়পবনে, হানিতেছে শুল গো ! দেখ২ ফুলে২, ছুটিল ভ্রমরকুলে, করিল কামিনীকুলে, অধিক ব্যাকুল গে। ডালেই পিকগণ, করে প্রিয় আলাপন,প্রিয় ৰিনী কার মন,তাহাতে জুড়ায় গে। কান্ত ধার দেশান্তরে, বসন্তে সে হুঃখাস্তুরে,সঙ্ক বিরহকান্তারে, কান্দিয়া বেড়ায় গেী হয়ে ফুল ধনুকর,