এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
Noya কলিকুতুহল । মিলে । যেতে হৰে বহু ঠাই, চালে মম খড় নাই, টাকার হয়েছে প্রয়োজন । নতুবা এদুরদেশে, কোন জন বল এসে, ঘরে নাহি হৈলে অনাটন। দুচারি বৎসরপরে, যদি পতি পায় ঘরে, তাহে হয় এৰূপ ঘটন । ঢাকা দেহ এই বুলি, প্রায় হয় চুলচুলি, দ্বন্দে হয় রজনী বঞ্চন। ইথে কি সতীত্ব থাকে, জাতিকুল কেবা রাখে, বিবাহ সে সংস্কার মাত্র । যার যাতে মনঃ মজে, সে জন তাহারে ভুজে, ছোট বড় নাহি পাত্রাপত্ৰ ॥ স্বভাবের গুণ যাহা, অরণ্যে জন্মায় তাহা. কেহ রাখে কেহ করে পাত । জ্ঞাতি পাছে হয় বাক, কোনমতে দেয় ঢাকা, ফেলে সারে জামাইর পাত ৷ এইৰূপে ধরাতলে, বৰ্ণসঙ্করের দলে, ক্রমে অনেক ব্যাপিল যজ্ঞসুত্র গলে ধরি, বেদ উচ্চারণ করি, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ হইল। তার করে যোগযাগ, ধৰ্ম্মের বাড়য়ে রাগ, কলির উৎসাহ জন্মে মনে । এইৰূপ দিম২, ধৰ্ম্ম কৰ্ম্ম হয় ক্ষীণ, ডাক প্রাণকৃষ্ণ নারায়ণে ॥