পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতূহল। Wo) অথ অকুলীন ব্রাহ্মণদিগের বিড়ম্বন৷ পয়ার । বল্লাল না করিয়াছে যাহাদের কুল। বিবাহ কা. রণে তারা ভাবিয়া আকূল অৰ্থ সার্থ যোগাযোগ যাদিগের রয়। যোগে যাগে তাদিগের হয় পরিণয় ॥ নতুবা কিৰূপে পিতৃবংশ রক্ষাপাবে । তাহ ভাবি২ কাল যায় একভাবে ৷ জন্মাবধি কেহ২ করি উপজর্জন ৷ করিতে না পারে বিবাহের আয়োজম । তথাপি মনের আশা ক্ষান্ত নাহি হয় । সদা ভাবে বিধাত কি হবে না সদয় । কান খোড়া কুজা যদি এক নারী পাই। তবুতো আমারে কেহ বলয়ে জামাই। পাড়ায় জামাই যত আইসে লোকের । তাহার বাড়ায় সিন্ধু আমার শোকের। হায় বিধি কেন মোরে নিদারুণ হলি ; কান্তগলাগি কত ন৷ বেড়াব গলিই । ঘরকন্না বেচে যদি দিতে পারি পণ । তবু বিয়া নাহি হয় বিন অভরণ। নিশ্চয় বিবাহ হবে যদি যায় জানা । সৰ্ব্বস্ব ঘুচায়ে নৈলে করি শ্বেতখানা । এবাজারে একটি নন্দিনী আছে যার । গৰ্ব্বেতে তাহার পদ ভূমে পড়া ভার। কত জন আসে কন্যা বিবাহের খোজে । গরজে অগ্রিম পণ । কত জন গোজে ॥ সন্দেশ মিষ্টান্ন সেই নাছি