৩২ কলিকুতুহল । খায় যার । জগতের মধ্যে ছার কপাল তাহার। ধন থাকে পণ পায় পাত্র ভাল হয় । তবেই বিবাহ দিবে নতুবা তো নয়। কিন্তু কিছু পাত্রের যদ্যপি দোষ থাকে বাড়ায় পণের টাকা তবে থাকে২ ॥ তাহাতেও পরিপূর্ণ নহে অভিলাষ। বলে ভালৰূপে দিতে হবে অধিবাস । তাহ হৈলে কহে পুনঃ বিবাহের দিনে। বিবাহ হবে না মাতৃপুরস্কার বিনে । কন্যার মাতুলে দিতে হবে ব্যবহার। ইহা ভিন্ন কম্যা দিতে আমি অস্বীকার ৷ ছাড়ল। তলায় বরে বিবাহেরকালে ! কহিয়া ভূতন কথা ফেলায় জঞ্জালে। এসেছে কন্যার মাসী বিদেশহইতে । তাহারে বিশেষ মান হইবে করিতে। বহু যত্নে কন্যারে সে করেছে পালন । তারে ক্ষুন্ন রাখি করা অযোগ্য কর৭ ৷ অধিকন্তু সে যদি না কন্যা দেয় দিতে ! তবে না পারিব আমি কিছুই করিতে। এইৰূপে পাত্র যত । তত দেয় গোজা । তবু কন্যা-কৰ্ত্তার না হয় মনঃ সোজা। বিবাহের এত কোটি করিয়া উদ্ধার। অনায়াসে বিবাহ করিবে সাধ্য কার। কারুং বাড়াইতে বিবাহের পণ । কন্যার হইয়া যায় গলিত cबोबम ॥ , बिज्ञा श्राश्न शृङ्ग८षज्ञ ७झे दड़ श्थं । বিবাহ হইলে অপে দেখে পুত্ৰমুখ ॥ কেহ২ শেষ অবস্থায় বিয়া করি । দ্বারেতে বসিয়া রয় হাতে লাঠি ধরি। ভাগ্যবশে আয়ু তার হৈলে সমাধান।
পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।