কলিকুতুহল। ৬৩ পৃথিবীতে করা হয় জলছত্র দান। কেহ বা বিবাহ লাগি হইয় পাগল। বুদ্ধি শুদ্ধি ছাড়া হয় যেমন ছাগল ৷ বিবাহের কথা সেই যদি কভু শুনে। আহল্লাদেতে নাচে গিয়া অন্ধকার কোণে ॥ বিয়া দিব বলি কেহ মোট দিলে ঘাড়ে। অনায়াসে বয়ে যায় মাথা নাহি মাড়ে। কেহ যদি আসে তারে পাত্র দেখা বলি। তার আগে যান মাকে কেটে রম কলি। চুল পাক দেখি যদি কেহ বুড়া কয়। তাহে বলে আমার বয়স এত নয় । ক্রোধে পাকিয়াছে মম মস্তকের কেশ । বুড়াই বলি কেন বাড়াইচ দ্বেষ। তবে যে দেখিছ মম ভেঙ্গেছে দশন । বয়ে! : দোষে নহে কিন্তু পীড়ার কারণ ॥ মারকুলি খাইয়াছি দুই তিনবার । সেইহেতু মুখ হইয়াছে মাড়ি সার ৷ এইৰূপে শ্রোত্রিয় বিপ্রের বিড়ম্বন । যত আছে তাহ করা যায় কি বর্ণনা ৷ দ্বিজ কহে ধুল্লাল ইহার মুল হয় । কুলকুল বদ্ধ যেই করে সমুদয় । অর্থ কলির স্ত্রীপুরুষপ্রভৃতির ব্যবহার। পয়ার । ধন্য২ ধন্য কলি করি নমস্কার। যত কিছু বিঘটন । সকলি তোমার ॥ তোমার প্রতাপে এইসব প্রজা to R.
পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।