ዓ8 কলিকুতুহল । পণ্ডিতসমাজেও বসিস্ নাই তবে তোর ব্রহ্মপদার্থ fক প্রকারে জ্ঞান হইবে ? তন্ত্রে যে কালীকেই ব্ৰহ্ম বলিয়াছেন তোর সে জ্ঞান থাকিলে কি তীকালে হা-করা দেবতা বলিস্ ? বৈষ্ণব । ছ। আমি তন্ত্ৰ শুনিয়াছি ও পণ্ডিতসমাজেও বাস করিয়াছি কিন্তু “মাদারচোতে” তন্ত্র কখন শুনি নাই এবং মাদারচোত পণ্ডিতের সহিত কখন সহবাস করি নাই বটে বোধ করি সেই তন্ত্রেই ছাকরা দেবতাকে ব্ৰহ্ম বলে এবং সেই পণ্ডিতেরাই উক্ত দেবতার তারাধনা করে, কিন্তু আমরা তাহাকে ব্ৰহ্ম বলি না ও তাহার উপাসনার কথা দূরে থাকুক ভুলেও কখন তাহার নাম করি না, ইহাতেই কি আমর জাতিনাশা পশু হইলাম ? শাক্ত। বড় ষে গালাগুলি দিতে আরম্ভ করিলি! তোরা কি জাতিনাশ। পশু নহিস্ ? বল পশুর আচরণে ও তোদিগের আচরণে প্রভেদ কি ? দেখ পশুর যে, প্রকার একত্র মিলিয়া আঙ্কার বিহার করে তোরাও সেই প্রকার ছত্রিশ জাতি একত্র মেলিয়া পঙ্গতে আহার ও যত বেটী উৰ্দ্ধচরণী বৈষ্ণবীদিগের সহিত বিছার করিয়া থাকিস্, ইহাতে তোদিগকে পশু না বলিয়া কি মানুষ বলিতে হইবে ? বৈষ্ণব । ও রাম । ইহাকেই কি ভুই গালাগালি বোধ করিলি ? দোছুই তোদিগকে তোজের হাতি
পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।