পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१७ কলিকুতুহল। বচন বলিয়া জ্ঞান হয়, আর আমরা যে শ্ৰীমহাপ্রসাদ বৈষ্ণব সকলের সহিত একত্র ভোজ করিয়া থাকি তাহাতেই কি আমরা জাতিনাশা হইব ? : শাক্ত । মর বেটা হতভাণ" : uক:গণ রাজা ভোজ, আর কোথা গঙ্গারাম তেলি, কোথা আমাদিগের ভৈরবীচক্র, কোথা বেটাদিগের পঙ্গত, কোথা অমাদিগের কালী কুইন বিকৃটোরিয়া, কোথা তোদিগের কৃষ্ণ সড়াচাপরাসী, আমর ; একথা বলিতে কি লজ্জা পায় না ? বৈষ্ণব। আঃ কি বিবেচনা ! কি বুদ্ধির তাৎপৰ্য্য ! না হবে কেন । রতনেই রতন চেনে ! তুই কি এই কথা সহজশরীরে বলিতেছিস্ ? না, কিছু খেয়ে টেয়ে এসেছিস্ ; বোধ করি কিছু খেয়েই আসিয়া থাকিবি, নতুবা একথা বলিতে তোদের কি শরমও হয় না? কেননা তুই ত্ৰৈলোক্যনাথ কৃষ্ণকে সড়াচাপরাসী বলিয়া কোথাকার জলাপেতনীকে কুইন বিকৃটােরিয়া বলিতেছিস্ । কি হতভাগ্য ! হারে কৃষ্ণ যদি সড় চাপরাসী হয় তবে তোদের দাতফার কুইন কেন তার দ্বারপালিকা হইৰে ? শাক্ত। আমাদিগের ত্রিলোকেশ্বরী কোথায় তোদিগের কৃষ্ণের দ্বারপালিকা হইয়াছেন ? বৈষ্ণৰ। কেন তা কি শুনিস্ নাই ? হা কপাল ! তা শুনিলে এমন কহিবি কেন । এখন যাহারা