পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল । , *:S অথ কলিকর্তৃক নূতন রাজধানী নির্মাণ। - ত্রিপদী | এইৰূপে কলিরাজ, দ্বেষে মগ্ন এসমাজ, দেখি অতি আনন্দিত চিতে। কোথা রাজধানী করি, এই ভারত ভিতরি, মনোমাঝে লাগিল চিন্তিতে । নিষেধিল পশুপতি, আর্য বৰ্ত্তে নিবসতি, করিতে আমারে কিছুকাল র আজ্ঞা উলঙ্গিলে, বিপদ তিমিঙ্গিলে, গ্রাসে পাছে হইয়া করল । অতএব গোড়দেশে, গিয়া এবে মৃলিশেষে, নিজনামে স্থাপিব নগর । মায়ামোহ অনুচরে, রাজা দিয়৷ তার করে, মন আশা পূরাব বিস্তর। এত ভাবি সেই কলি, নিজকাৰ্য্যে সুকৌশলী, ক্লাইস সাহেব বেশধরি। বাণিজ্য করা কপটে, সুরধুনীপূৰ্ব্বতটে,বিরচিল অপূৰ্ব্ব নগরী। কি কব তাহার শোভা, ত্রিভুবন মনোলোভ, সুলভ অমরাপুরী প্রায় । সুরনর মনোরম্য, শোভে শতই হৰ্ম্ম্য, হেরি পাপ তাপ দূরে যায়। কিবা ধবলিম কান্তি, হেরে মনে হয় ভ্রান্তি, কলিপ্রতি কৃপা করি হর । আপন নিবাসপ্রায়, শত২ গিরি তায়, দিয়াছেন করিতে নগর ॥ ধকৃ২ তকৃ২, কিচটকৃ ঝকৃ২, লকৃ২ করিছে সকল । প্রাঙ্গণ প্রাচীর দ্বার, কব তার কি বাহার, পরিষ্কার তাবতীয়