পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-8 কলিকুতুহল । যায় তার সঙ্গে করে কলহ বিস্তর ॥ , কবি কহে অবধান কর বন্ধুগণ । ভায়াদের ধর্মযুদ্ধ করিব বর্ণন ॥ অথ মোহচর মিসনরীদিগের ধৰ্ম্মযুদ্ধ | গদ্য ৷ ” কোন এক বৎসর মাহেশের রথযাত্রা উপলক্ষে বহুতর লোকের সমারোহ হইলে হুচুকে মিসনরী ভায়ার বোঝাখ ধৰ্ম্মপুস্তক ঘাড়ে করিয়া তথায় উপনীত হইলেন, এবং কি বৃদ্ধ কি যুব যাহাকে সম্মুখে দেখেন তাহাকেই উপদেশ দিতে আরম্ভ করিলেন। যথা, হে ভায়াগণ, টোমরা একানে কি ডেকিতে আসিয়াছ ? ডেক টোমরা যাহাকে আপনি গড়াইয়াছ টাহাকেই ঈশ্বর বলিয়া প্রণাম করিটেছ, টোমাডিগের জগন্নাঠ যডি ঈশ্বর হইবে টবে টাহাটে ঘুণ ঢরিবে কেন ? টোমরা গঙ্গাস্নান করিয়া যে পাপমুকুট হইটে বাঞ্ছা করিটেছ টাহ টোমাডিগের ভ্রান্টি, কেননা জলে ডুব ডিলে কি ককন পাপ ঢ়োয় যায়? ষেডিন মহাবিচারের সময় আসিবে সে ডিন টোমর কি গঙ্গাস্নান করিয়াছি বলিলে পরিট্রাণ পাইবা? এইৰূপে মিসনরীভায়ারা যারে দেখেন তারেই