পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল। br☾ বিলাতী গৌরাঙ্গের প্রেম, বিতরণ করিতে আরম্ভ করিলে দৈবাৎ এক জন শাস্ত্রজ্ঞ-পণ্ডিত তাহাদিগের সেই গোলযোগ শুনিয়া তথায় আগমনপূর্বক জিজ্ঞাসা করিলেন যে এখানে কিসের সোরসার হইতেছে। মিসনরীগণ কছিলেন যে আমরা টোমাডিগের উদ্বারাঠ উপডেশ ডিটে আসিয়াছি। পণ্ডিত। আমাদিগের বিপদ কি ? যে তদ্ভুদ্ধারার্থ আমাদিগকে সছুপদেশ দিবা । তবে বৃথা কেন তোমরা আমাদিগের বিপদ মুক্ত করিতে আসিয়া স্বয়ং বিপদগ্রস্ত হও । মিসৃনরা। টোমরা মহাবিপডে পড়িয়াচ, যেহেটু টোমাডিগের জ্ঞানস্থৰ্য্যের প্রকাশ না ঠাকপ্রিযুক্‌ট টোমরা ঘোরটর অণকারে বাস করিটেচ । পণ্ডিত। কই আমরা,অন্ধকারে বাস করিতেছি ? আমাদিগের চক্ষুঃ তো উজ্জ্বল কিরণ দেখিতেছে, ইহাতেও যদ্যপি তোমরা দিবান্ধ পেচকের ন্যায় স্থৰ্য্যকে অন্ধকার বল, তবে কিছুই করিতে পারি না। মিসৃনরী। টােমাডিগের শাস্টুযে সকলই অণ্টকার, ডেক টোমাডিগের শাস্টে যান্ধীকে ঈশ্বর বলে সেই কৃষ্ণ নিজে কটাে কুকৰ্ম্ম করিয়াচে, সে চুরি করিয়াচে, সে পরনারী হরণ করিয়াচে, সে নরহট্যা করিয়াচে, অটএব টোমরা টাহাকেই ঈশ্বর বলিলে কি পরিটাণ পাইবা ? একারণ টোমাডিগকে বলি, টোমরা আপন২ জ