পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి8 কলিকুতুহল। ৰূপে কত জন, ইয়ং বেঙ্গলগণ, যীশুর জামুর জালে পড়ে। কলির বাড়য়ে রাগ, লুপ্ত হয় যোগষাগ, স্লেচ্ছ প্রায় হয় বহু নরে । অখ কলিছিতাৰ্থমহাত্মরাজার প্রাদুভাব। পয়ার । এইৰূপে লোভ মোহে হয়ে অচেতন । সকলে হইতে চাহে অধৰ্ম্মভাজন ॥ হিন্দুশাস্ত্র হিন্দুমত সকলি অসার । বাক্টবল বিনা বল নাছি তরিবার। যা কহে সাহেবলোক তাই মহামান্য। বেদ তন্ত্র পুরাণের কে করে প্রামাণ্য কিসে সাহেবের মত দেখাবে গঠন । এজন্যে উপায় নানা করে বিরচন। অঙ্গেপেষ্টুলুন পরে পায়ে কাল বুট। ধুতিপূর লোক দেধি বলে ফুট২ ॥ অর্থযোগ বিম। যদি ব্রাণ্ডি নাছি পায়। পানাতে মিসায়ে আলত গ্লাসে রেখে খায়। পরস্পর সকলের হৈলে দেখাদেখি সেকেন করেন হাতে করে ঠেকাঠেকি । আর ষত হোক নাহি হোক বা সভ্যতা । হিন্দুধৰ্ম্ম নিন্দামাত্র স্বভাব নব্যস্ত। হেন মতে যুবাবৃন্দ তেজি ধৰ্ম্মভয় । যখন ধীশুর পথে চলে অশংসয় ॥ তখন কলির সর্থা কোঙ্ক বেঙ্কতুপ। অবতীর্ণ হৈল ভুমে ধরি দ্বিজৰূপ ৷