পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । ఫిat “সহকারী নাই কেহ শাসিতে সংসার ; “একমাত্র তিনি বিশ্বে সকলের প্রভু ; “র্তাহারই ভজনে জীব পায় পরিত্রাণ । “লা-শরিক-খোদা’ মাত্র আরাধ্য সবার ; “তিনি ভিন্ন আর কেহ ভজনীয় নাই । “কল্পনার বলে মূৰ্ত্তি গড়াইয়া তা’র করে যেইজন, অতি মূঢ়মতি, “ঘোর-অপরাধী সেই ইহ পরলোকে,— “সৰ্ব্বব্যাপী-অন্তর্হান-অনাদি-বিভুর “সীমাবদ্ধ প্রতিরূপ কেমনে সস্তবে ? “তিনি ভিন্ন স্থর-নর কাহারো সম্মুখে “অবনতশিরে সেজদা কভু ন বিধেয় । “পূর্ববগত ঈশ, মুসা, ইব্রাহিম আদি “সমান-শ্রদ্ধার-পাত্র আলেহসসলাম । “নির্বির্বশেষে কিন্তু সবে ‘বন্দা-খোদার’, “মহম্মদও তা’ই, মাত্র ‘শেষ-প্যাগম্বর’ । “দণ্ডবৎ-প্রণামের লোগ্য কেহ নাই “এ তিনভুবনে সেই বিশ্বপতি-বিনা ৷”— ইসলাম-ধৰ্ম্মের এই সার-উপদেশ “আল্লার-রসুল” দ্বারা প্রচারিত হ’ল । আটল-বিশ্বাস আর অদম্য- প্রভাব, ততোধিক নিভীকতা, তেমনি উদযোগ ; ধৰ্ম্মযুদ্ধে ক্লান্তি নাই, নাহিক বিশ্রাম ;