কলিযুগ । > “দীন”-“দীন”-রবে যা’র ধরা কম্পমান, “ব লং বলং ব্রহ্ম বলং” যারে দেয় বল । “ধৰ্ম্মযুদ্ধে মুতোবাপি তেন লোকত্ৰয়ম জিতম।” দিবানিশি এই মন্ত্র জপিছে ইসলামী ; —“জেহাদে” মরিলে হ’বে অমর-“সহিদ,” -e অনায়াসে “রুহ তা’র হ’বে স্বৰ্গগামী । য়ুরোপে বিস্তারি’ রাজ্য বিবিধ-বিজ্ঞান পূৰ্ব্ব দিকে এ’ল ক্রমে বীর-মুসলমান, খড়েগর বলেতে দেশ আনিয়া কবলে আর্য্যভূমি শাসিতে লাগিল অবহেলে। সেই দিন হ’তে অtষ্য-তত্ত্ব-কথা-লোপ বাড়িল ইসলামী বল-বিক্রম-প্রকোপ । কত হিন্দুসন্তানেরে দীক্ষিত করিল কৃপাণের মুখে ষা’রা ধৰ্ম্ম তেয়াগিল । বেদ-পুরাণের কেহ না করে সম্মান, পড়িতে লাগিল হিন্দু আরবী-কোরাণ । ক্ষত্রিয়েতে মুন্সী হ’ল মৌলবী ব্রাহ্মণ, যা’র-তার মুখে শুন ফারসী-বচন । “লাইলাহা-ইল্লিল্লায়” অনেকেই মজে, “একমেবাদ্বিতীয়ম” কেহ নাহি বুঝে । ওলাইবিবি, সত্যপীর ঘরে-ঘরে পূজে ওঙ্কার-মহাসত্য কেহ নাহি ভজে ।
পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।