পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ। বিজিত হইতে বিজেতার অবনতি,— সৰ্ব্বত্র নিয়ম এই প্রকৃতির গতি । অবশেষে জিত, জেতা, কৃতমুসলমান একত্রে মিশিল সবে খিচুড়ি-সমান । একসঙ্গে বাস-হেতু বহুদিন-তরে মিত্ৰ হ’ল ভিন্ন দুই জাতি পরস্পরে ; বিদেশীর চিত্ন-ভাব তিরোহিত হ’ল এক লাঙ্গলেতে দুই বলদ জুটিল । উভয়ের মাতৃভূমি হ’ল হিন্দুস্থান, পৃথক না করা যায় হিন্দু-মুসলমান । গল-ধরাধরি করি প্রেমেতে মগন অধোগতি-পথে পাস্থ ভাই छ्डे ऊन ভারতের ভোগেতে-বিলাসে মত্ত থাকি? কঠোর ধৰ্ম্মের ভাব হ’ল অন্তৰ্দ্ধান অবনতি কিছু আর না রহিল বাকী, অধঃপাতে গেল “মজহবা” মুসলমান । নিজের ডুবিল, হিন্দুস্থান ডুবাইল । বাস্তবিক মরুভূমিময় হ’ল দেশ, জ্ঞানরাজ্যে ঘোর অত্যাচার অরিস্তিল সমস্ত বিলুপ্তপ্রায় যাহা ছিল শেষ । প্রেম, ভক্তি, যোগ, ধৰ্ম্ম গেল সবে ভুলে ; দুনিয়াদারিতে মগ্ন অবসন্ন লোক,