পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । ** এক সময়ে ইহারা পিপা, শ্ৰীগৌরাঙ্গ, মীরা, ছুরিনামে সপিলেন দুর্লভ জীবনে। হুলস্থুল প’ড়ে গেল, মরুতে তরু জন্মিল e দয়াময়-প্রভুর নামের মন্ত্র বলে, কঠোর শাসনাধীনে কেবল নামের গুণে লক্ষ লক্ষ পাষাণহৃদয় গেল গ’লে । বস্ত্র কভু নাহি পারে অনলেরে চাপিবারে, বসনেতে কি প্রকারে তেজ ঢাকা রয় ? ঈশ্বরকে স্বামীরূপে গ্রহণ করাতে র্তাহার ভৰ্ত্ত মহারাণ। ভীমসিংহ কর্তৃক নানাপ্রকারে উৎপীড়িত হইয়। অবশেষে পরিত্যক্ত হ’ন । উদাসিনীবেশে তীর্থাদি পর্য্যটন দ্বারা শেষজীবন অতিবাহিত করিয়াছিলেন । মীরার অটল হরিভক্তি ও ঐকান্তিক বৈরাগ্য শেখটা ভীমসিংহকেও মুগ্ধ করে। পত্নীর দেহান্ত হইলে তিনি নানাস্থানে উহার নামে মন্দিরাদি প্রতিষ্ঠা করতঃ ভক্তের গৌরব প্রচার করিতে ক্ৰটী করেন নাই । মীরার অচলাভক্তি প্রেম, বৈরাগ্য ও ধৰ্ম্মপ্রাণত রাজপুতানা প্রভৃতি পশ্চির্মের বহুপ্রদেশে তাছাকে দেবীপদে অভিষিক্ত করিয়া রাখিয়াছে। দ্বারকপ্রবেশের সময় যাত্রীগণ “স্বারকানাথকি জয় !” উচ্চারণ করিয়া সঙ্গে ਸ਼ੇਸ਼ “পিপা মহারাজকি জয় !” “মীরাবাইকি জয় ।” ধ্বনি করিতে বিস্কৃত হয় না ।